পূর্ণাঙ্গ জীবনাদর্শ ইসলামকে কেন্দ্র করে যে শিক্ষা শাস্ত্রের উদ্ভব, তাই ইসলামি শিক্ষা। মানবজাতিকে সুপথে পরিচালিত করার লক্ষ্যে আল্লাহ তায়ালা যে দ্বীনকে পছন্দ করেছেন, তার নাম ইসলাম। মহাগ্রন্থ পবিত্র আল-কুরআনের বাণী এবং সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসরণযোগ্য আদর্শ জীবনপ্রণালী (Role Model) তথা ইসলামে মানবজীবনের প্রত্যেকটি ক্ষেত্র তথা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক পরিমণ্ডলের ভারসাম্যপূর্ণ অবস্থার প্রতিফলন ঘটেছে চমৎকাররূপে। তাই ইসলামি শিক্ষায় এ আদর্শের আলো ছড়িয়ে দিতে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের বিধি-বিধানকে তুলে ধরতে সাজানো হয়েছে সুখপাঠ্য করে। ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞানলাভ করার নামই হলো ইসলামি শিক্ষা। যে জ্ঞান বা শিক্ষা দ্বারা সত্য-মিথ্যা, ন্যায়- অন্যায়, হালাল-হারাম, কল্যাণ-অকল্যাণ, মানবতাবোধ এবং আধ্যাত্মিক উৎকর্ষতা লাভের জ্ঞান অর্জন করা যায় এবং যে জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ নিজেকে ও মহান আল্লাহকে জানতে ও চিনতে পারে তাকেই ইসলামি শিক্ষা বলে। সংস্কৃতি হচ্ছে একটি জীবন পদ্ধতি। আর ইসলাম হচ্ছে বিশ্বমানবতার জন্য শাশ্বত আদর্শ জীবন পদ্ধতি। তাই এর অনুসারীদেরও রয়েছে একটি আদর্শ সংস্কৃতি। সুতরাং ইসলামের মৌলিক বিশ্বাস ও মূল্যবোধের ভিত্তিতে যে সংস্কৃতি উৎসারিত ও লালিত তাই ইসলামি সংস্কৃতি। এ সংস্কৃতি শাশ্বত, সর্বজনীন ও শ্রেষ্ঠ আদর্শের ওপর সুপ্রতিষ্ঠিত।