“হিন্দুধর্ম” বইয়ের প্রথম ফ্ল্যাপের কথা: পাঁচ হাজার বছর ধরে বহু সংস্কৃতি ও ঐতিহ্যপূর্ণ হিন্দুধৰ্ম ভারতবর্ষের ধর্মান্দোলনের ধারাগুলির জন্ম দিয়েছে এবং আত্মীকরণ করেছে। এই গ্রন্থটি বিভিন্ন মতধারা এবং পথের সঙ্গে আমাদের একটি মূল্যবান পরিচয় প্রদান করে। ক্ষিতিমোহন সেন সিন্ধু উপত্যকার সভ্যতা থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয়-তৃতীয় শতাব্দী পর্যন্ত ইতিহাস এবং বৌদ্ধধর্ম, জৈনধর্ম ও বর্ণনা করেছেন। বহির্ভারত থেকে আগত ধর্মগুলির প্রভাব, যেমন চতুর্থ শতাব্দীতে খ্রিস্টধর্ম ছাড়াও ইসলাম ধর্মের আগমন এবং হিন্দুধর্মের উপর তার প্রভাব সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে। লোকাচার, উৎসব-অনুষ্ঠান, জাতিভেদ প্রথা, এই প্রথার সমর্থক এবং লেখকের দৌহিত্র অমর্ত্য সেন তার এই পটভূমি এবং বহু সংস্কৃতির সমন্বয়পূর্ণ ব্যাখ্যা করেছেন। পাণ্ডিত্যপূর্ণ অথচ সহজবাধ্য এই গ্রন্থটি প্রাচীন ও সতত পরিবর্তনশীল হিন্দুধৰ্ম সম্বন্ধে আগ্রহী পাঠকের কাছে পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে।
সূচি * প্ৰস্তাবনা- অমর্ত্য সেন ভূমিকা * প্রথম ভাগ * হিন্দুধর্মের প্রকৃতি ও মূলতত্ত্ব ১.সূচনা ७ ২. হিন্দুধর্মের প্রকৃতি ও বিকাশ ৭ ৩. সামাজিক আদর্শ ও মূল্যবোধ ১২ ৪. বৰ্ণভেদ বা জাতিভেদ প্ৰথা ১৮ ৫. লোকাচার ও উৎসব-অনুষ্ঠান ২৩ ৬. সংহতি ও স্বাধীনতা ২৮ দ্বিতীয় ভাগ * হিন্দুধর্মের ঐতিহাসিক বিবর্তন ৭. সিন্ধু উপত্যকার সভ্যতা ৩৫ ৮. বৈদিক যুগ ৩৭ ৯. বৈদিক সংস্কৃতি ও শিক্ষা ৪২ ১০. উপনিষদ ও গীতা ৪৬ ১১. সাংস্কৃতিক সমন্বয় ও ভারতীয় জীবনে তার প্রভাব ৫২ ১২. জৈনধর্ম ও বৌদ্ধধর্ম ৫৭ ১৩. অন্য কয়েকটি অবৈদিক ধারা ৬৩ ১৪. রামায়ণ, মহাভারত ও পুরাণ ৬৬ ১৫. ষড়দর্শন ৭২ ১৬. বহির্ভারতে হিন্দুধর্ম ৮০ ১৭. ভক্তি-ধর্মান্দোলন। ৮৫ ১৮. উত্তর ভারতের মধ্যযুগীয় মরমিয়া সাধনা। ৯১ ১৯. বাউল ৯৭ ২০. আধুনিক ধারা ১০২ তৃতীয় ভাগ * হিন্দু হিন্দুধর্মগ্রন্থ থেকে নির্বাচিত অংশ ক. ঋকবেদ ১০৯ খ. অথর্ববেদ ১১৬ গ. উপনিষদ ১২৪ ঘ. ভগবদ্গীতা ১৪৩ নির্দেশিকা ১৫৩
Kshitimohan Sen ক্ষিতিমোহন সেনের জন্ম ১৮৮০, কাশীতে। কাশী কুইন্স কলেজ থেকে সংস্কৃতে এম এ । কর্মজীবন শুরু চম্বারাজ্যের শিক্ষাবিভাগে। ১৯০৮ সালে রবীন্দ্রনাথের আহ্বানে ব্ৰহ্মচৰ্যাশ্রমে যোগদান, পরে বিদ্যাভবনের অধ্যক্ষ, কিছুদিন বিশ্বভারতীর অস্থায়ী উপাচাৰ্য। লোকসংগীত ও ছড়া সংগ্রহের জন্য তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভ্ৰমণ করেছেন। কবীর, দাদু, মধ্যযুগীয় মরমিয়া সাধক এবং বাউলদের গানের সুসংবদ্ধ সংগ্ৰহ তাঁর অসামান্য কৃতিত্ব। তাঁর প্রকাশিত গ্ৰন্থঃ কবীর, ভারতীয় মধ্যযুগের সাধনার ধারা, ভারতের সংস্কৃতি, বাংলার সাধনা, জাতিভেদ, হিন্দু মুসলমানের যুক্তসাধনা, বলাকা কাব্য পরিক্রমা, বাংলার বাউল, চিন্ময় বঙ্গ, প্রাচীন ভারতে নারী, যুগগুরু রামমোহন। রবীন্দ্রনাথের ‘ওয়ান হান্ড্রেড পোয়েমস অফ কবীর’ গ্রন্থটি ক্ষিতিমোহনের কবীর-বচন সংগ্ৰহ অবলম্বনে রচিত (১৯১৪) বিশ্বভারতীর প্রথম “দেশিকোত্তম’ (১৯৫২)। মৃত্যু: ১২ মার্চ ১৯৬০৷৷ তার দৌহিত্র অর্থনীতিতে নোবেল পুরস্কারে সম্মানিত (১৯৯৮) অমর্ত্য সেন হাভার্ড বিশ্ববিদ্যালয়ে ল্যামন্ট ইউনিভার্সিটি অধ্যাপক। কেমব্রিজের ট্রিনিটি কলেজের মাস্টার পদে ছিলেন ১৯৯৮–২০০৪। তাঁর সাম্প্রতিকতম গ্রন্থগুলি হল ইন্ডিয়ান’, ‘র্যাশনালিটি অ্যান্ড ফ্রিডম” এবং ‘আইডেনটিটি অ্যান্ড ভায়ো’ডেভেলপমেন্ট অ্যাড ফ্রিডম’, ‘আরগুমেন্টেটিভ ইন্ডিয়ান’, ‘র্যাশনালিটি অ্যান্ড ফ্রিডম’ এবং ‘আইডেনটিটি অ্যান্ড ভালোলেন্স : দি ইলিউশন অফ ডেসটিনি’। তার গ্রন্থগুলি তিরিশটিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।