শুধু দেড়শাে বছর আগে নয়, আজকের দিনেও ওই রকম ঘটনায় লােকে চমকে উঠতই। ১৮৩৫ সালে বর্ধমানের জমিদার বাড়িতে পনেরাে বছর আগে মরে-যাওয়া রাজা প্রতাপচাদ সশরীরে ফিরে এসেছিলেন। চারপাশে হই হই কাণ্ড। যেন ঢিল পড়ল শান্ত পুকুরে, জল ঘুলিয়ে উঠল। তারপর হরেক রকমের ছােট-বড় ঢেউ— কোনওটা উঠেই মিলিয়ে গেল, কোনওটা ছড়িয়ে পড়ল পুকুরময়। বড়লােকি কেচ্ছা, স্বত্বের দাবি, কোম্পানির আমলাদের প্যাচ-পয়জার, বাঙালি। ভদ্রলােক সমাজের দলাদলি, মােকদ্দমার হুড়ােহুড়ি, আদালতি সাক্ষ্য তত্ত্বের রূপান্তর, এই রকম নানা বৃত্তে ঘটনাটি সংলগ্ন ছিল। অথচ ঘটনাটি সাকুল্যে একটি; কিন্তু তার শাখা-প্রশাখা ছড়িয়ে পড়েছিল সমসাময়িক সমাজের নানা দিকে। রহস্যের গলিঘুজির আর অন্ত ছিল না। প্রায় পঞ্চাশ বছর পরে এই অলিগলিতেই। বাঙালির আত্মসমীক্ষার দলিল খুঁজতে নেমে পড়েছিলেন বঙ্কিমচন্দ্রের মেজদাদা সুলুকসন্ধানী বাবু সঞ্জীবচন্দ্র, রহস্যসন্ধানীর কায়দায় নামিয়ে দিয়েছিলেন একটি জমাটি ইতিহাসের বই। সেই বইটির গাঁইগােত্র নিয়েও করারের আর শেষ নেই, কারণ প্রতাপৰ্চাদের ফিরে আসার মতাে। রােমহর্ষক ঘটনা সেদিন কেউ হাতছাড়া করতে চাননি, নিজের মতাে করে সবাই বৃত্তান্তটি বলেছেন। সেই কথকদের তালিকাতে আছে। সেকালের তাব্বড় সব নাম, পাঁচালিকার দাশরথি রায়, স্বভাবকবি কৃষ্ণকান্ত ভাদুড়ি, এবং কলকাতার সিংহশিশু কালীপ্রসন্ন সিংহ। এঁদের পাশেই তাল ঠুকে দাঁড়িয়ে আছেন আগুরি ভক্ত অনুপচন্দ্র, গুরুর লীলা শােনাতে তিনিও পেছপা নয়। উচ্চবর্গ ও নিম্নবর্গের টানাপড়েনে রাজার ফিরে-আসা রহস্যবিচার যেন নানা ভঙ্গি ও ঢঙের অতীতচর্চারও রকমারি নিদর্শন। বর্তমান ও অতীতের আলাপচারিতার সূত্রে স্বত্ব ও পরিচিতি নির্ণয়ের সেই মামলা হয়ে উঠল উনিশ শতকের বাঙালি জীবন, সমাজ ও ইতিহাসচেতনা গড়ে ওঠার একটা পর্বকথা।
গৌতম ভদ্র-এর জন্ম ১৯৪৮-এ, কলকাতায়। আদি নিবাস খুলনা জেলার সাতক্ষীরা থানার উথলি গ্রামে। চেতলা বয়েজ স্কুল, প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে প্রথাগত শিক্ষা শেষ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে সতেরো বছর শিক্ষকতা করেন। বর্তমানে কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোস্যাল সায়েন্সেজ নামে গবেষণা প্রতিষ্ঠানে ইতিহাসের অধ্যাপক পদে নিযুক্ত আছেন। পেশার তাগিদে অল্পবিস্তর ইংরেজিতে লিখলেও বাংলা ভাষাতেই তিনি স্বাচ্ছন্দ্য অনুভব করেন। সাবঅলটার্ন স্টাডিজ-এর সম্পাদকমণ্ডলীর তিনি অন্যতম সদস্য ও ‘ঐতিহাসিক পত্রিকার যুগ্ম সম্পাদক।