Summary:
নিউট্রিশন এর পাওয়ার হাউজ সজনে পাতা, বয়সের দূর করে।
সজনে পাতার পুষ্টি গুণ ও ব্যবহার – পৃথিবীর অন্যতম পুষ্টিকর একটি উদ্ভিত সজনে গাছ বা মিরাকেল ট্রি যা মরিঙ্গা নামেও পরিচিত, এটিকে সুপার ফুড বা নিউট্রিশন এর পাওয়ার হাউজ বলা যায়। যাতে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় ১২০ টির ও বেশি পুষ্টিকর উপাদান। যার মধ্যে অন্যতম হচ্ছে অ্যামিনো এসিড,জিংক,ভিটামিন,মিনারেলস,এন্টিঅক্সিডেন্ট,ক্যালসিয়াম,ম্যাগ্নেসিয়াম,ফসফরাস,পটাশিয়াম, আইরন ইত্যাদি সহ আরও নানা রকমের পুষ্টিকর উপাদান। সামগ্রিক ভাবে সজনে পাতা বায়োএ্কটিভ, ম্যাক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট দ্বারা সমৃদ্ধ। যা একটি সুস্থ স্বাভাবিক দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
সজনে পাতায় রয়েছে ভিটামিন-সি ও এন্টি-অক্সিডেন্ট যা আমাদের বার্ধক্যজনিত সমস্যার সমাধান করে এবং ত্বককে পুনরুজ্জীবিত করে। এটির অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য ত্বকের কাটা, ক্ষত, ঘর্ষণ, পোড়া চিহ্ন, ত্বকের সংক্রমণ, ফুসকুড়ি, রোদে পোড়া দাগর ক্ষেত্রে ব্যবহারে কার্যকরী ফলাফল পাওয়া যায়।
উপকারিতাঃ
১। বয়সের ছাপ দূর করে।
২। ব্রণ দূর করে।
৩। ব্রণের দাগ দূর করে।
৪। পোরস পরিষ্কার রাখে।
৫। ত্বক টানটান রাখে।
৬। রোদে পোড়া দাগ দূর করে।
৭। ত্বকের ময়লা দূর করে।
ত্বক এবং চুলের যত্নে সজনে পাতার উপকারিতাঃ
১। সজনে পাতাকে প্রাকৃতিক পরিশুদ্ধিকরণ ও বলা হয়,যা দেহের তন্ত্র প্রণালী এবং দুষীত রক্তকে বিশুদ্ধ্ব করে,ত্বককে ভেতর থেকে পরিষ্কার,স্বচ্ছ ও উজ্জল করে তোলে।
২। সজনে পাতায় রয়েছে এন্টি অক্সিডেন্ট,যা ত্বককে দূষিত বায়ু ও সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে। এবং ত্বকের বলিরেখা,সুক্ষ্ম রেখা,বয়সের ছাপ কমাতে সাহায্য করে।
৩। এছাড়াও সজনে পাতার রয়েছে এন্টি ব্যাক্টেরিয়াল এবং এন্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য যা ব্রণ কমাতে,ব্রনের দাগ,ওপেন পোরস,ব্রণ থেকে হওয়া ক্ষত নিরাময় করতে,একনে ব্রেকাউটস প্রতিরোধ করতে এবং অতিরিক্ত সিবাম উৎপাদন নিয়ন্ত্রন করতে সহায়তা করে।
৪। সজনে পাতায় থাকা ভিটামিন এ কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে। যা ত্বককে দূষণকারী টক্সিন থেকে রক্ষা করে ত্বকের দৃঢ়তা বাড়িয়ে স্কিন ব্যারিয়ার কে মজবুত করতে বেশ সহযোগিতা করে।
৫। সজনে পাতার গুড়ো ত্বককে মৃদু ভাবে এক্সফলিয়েট করে ত্বকের মৃত কোষ দূর করতে সহায়তা করে এবং এর পাশাপাশি এতে থাকা ভিটামিন সি ত্বককে করে তোলে মসৃণ,দাগহীন ও প্রাণবন্ত।
৬। কারো শরীরে যদি ব্রণের সমস্যা থাকে, যেমন বুকে অথবা পিঠে সে ক্ষেত্রে এর এন্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য শরীরে উৎপত্তি হওয়া ব্যাক্টেরিয়া গুলো ধ্বংস করে, ব্রণ ও ব্রণের দাগ নিরাময় করে।
৭। সজনে পাতা মাথার রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুল পড়া রোধ করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
৮।এতে থাকা পুষ্টিকর উপাদান গুলো যেমন ওমেগা-৩ ফ্যাটি এসিড চুল কে করে ঘন,লম্বা,মজবুত এবং স্বাস্থ্যজ্জল।
৯। এছাড়াও মাথার স্ক্যাল্পের ইনফ্লামেশন,এবং অতিরিক্ত শুষ্কতা কমিয়ে এটি খুশকি দূর করতেও সহায়তা করে। Specification: |
Title: | Orgagenic Moringa Powder 100 gm |
Brand: | Orgagenic |
Country of Origin | Bangladesh |
Gender | Men & Women |
Usage Area | Face, Body and Hair |
Net Weight | 100 gm |
Item Form | Powder |