Summary:
দাগহীন ও উজ্জ্বল ত্বক পাওয়া খুব সহজেই।
ত্বক ও চুলের যত্নে মসুর ডাল – প্রোটিনের অন্যতম উৎস হলো মসুর ডাল। এতে আছে প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, কোলাজেন ও বিভিন্ন ভিটামিন যা ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করে। ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে, পোড়া ভাব দূর করতে, আর্দ্রতা বজায় রাখতে, অবাঞ্ছিত লোম দূর করতে মসুর ডালের জুড়ি নেই। এতে ভিটামিন এ, সি, কে, থায়ামিন, প্রোটিন, বিভিন্ন ফ্যাটি অ্যাসিডসহ অনেক উপকারী উপাদান রয়েছে। ফলে এর নিয়মিত ব্যবহার ত্বকের প্রোটিনের চাহিদা পূরণ করে। অর্গাজেনিকে রয়েছে শতভাগ অর্গানিক “Lentil Powder”, জেনে নিন এই পাউডারের উপকারিতা।
উপকারিতাঃ
১। ড্রাই স্কিনের বেস্ট সমাধান
২। ব্রণের প্রকোপ কমাতে সাহায্য করে
৩। ত্বকের দাগ দূর করে
৪। ত্বক উজ্জ্বল করে
৫। ত্বকের মৃত কোষের স্তর সরিয়ে ফেলে
৬। ত্বক নরম এবং স্মুথ করে
৭। ত্বকের ময়লা এবং টক্সিন দূর করে।
ত্বকের যত্নে মসুর ডাল:- মসুর ডালে থাকা প্রয়োজনীয় খনিজ, প্রোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, ডায়াটারি ফাইবার, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, সি, ই, কে এবং থায়ামিন। যা আমাদের ত্বক থেকে ক্ষতিকর উপাদান বের করে দিতে সাহায্য করে। ফলে বয়সের ছাপ দূর হয়। মৃত কোষের স্তর দূর করে, ত্বকের আদ্রতা বজায় রেখে ত্বককে করে দ্বিগুণ সুন্দর ও মসৃণ। নিয়মিত মসুরের ডাল দিয়ে বানানো নানাবিধ ফেইস মাস্ক মুখে লাগাতে শুরু করলে ত্বকে প্রোটিনের ঘাটতি দূর করে।
চুলের যত্নে মসুর ডাল: মসুর ডালে রয়েছে ভিটামিন এ, সি, ই, কে এবং থায়ামিন। যা আমাদের চুলের খনিজ উপাদান জোগান দিতে বিশেষ ভূমিকা রাখে, ফলে চুল হয় প্রাকৃতিকভাবে মজবুত ও উজ্জ্বল। মসুর ডালের মধ্যে থাকা প্রাকৃতিক ক্লিনিং এজেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট ও তেল চুলের গ্রোথ বাড়ায়, চুলের গোড়া শক্ত, মসৃণ ও মোলায়েম করে তোলে। মসুর ডালের হেয়ার প্যাক চুলের জন্য খুব উপকারী।
ব্যবহারবিধিঃ একটি বাটিতে ১ চা চামচ পাউডার নিয়ে পরিমাণ মতো পানি এবং গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। পুরো মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে একটু পানি দিয়ে ভিজিয়ে হালকা ম্যাসাজ করে নরমাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।
Specification: |
Title: | Orgagenic Lentil Powder 100 gm |
Brand: | Orgagenic |
Country of Origin | Bangladesh |
Usage Area | Face and Hair |
Net Weight | 100 gm |
Item Form | Powder |