Summary:
ত্বক হবে ভিতর থেকে পরিষ্কার, দূর হবে ব্রণ ও র্যাশ।
এক্সফোলিয়েশন বা বডি স্ক্রাবিং কি এবং কেন? প্রতিনিয়ত ত্বকের বিভিন্ন স্থানে অল্প অল্প করে জমতে থাকে ধুলা ময়লা ও কঠিন জীবাণু যা সাধারণ সাবান বা গোসলে সম্পূর্ণ পরিষ্কার হয় না। আর এই জমে থাকা জীবাণু থেকে হতে পারে ব্রণ, র্যাশ, একজিমা, এলার্জি সহ নানা সমস্যা। তাই এ সকল সমস্যা প্রতিরোধে নিয়মিত ত্বকের এক্সফোলিয়েশন বা স্ক্রাবিং করা দরকার, এটি ত্বকে ভিতর থেকে পরিষ্কার করে।এটি নিয়মিত ব্যবহারে ত্বক হয় গভীর থেকে পরিষ্কার ফলে ত্বক থাকে সম্পূর্ণ সুস্থ। চারকোল, মুলতানি মাটি, যষ্টিমধু,গোলাপ, সজনে, ও কমলা সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি অর্গাজেনিকের এর “Face and Body Scrubbing Pack”টি নিয়মিত ব্যবহারে ত্বক ডিপ ক্লিন হয় এবং ত্বকের সকল ময়লা পরিষ্কার হয়।
উপকারিতাঃ
১। চারকোল প্রতিদিনের ধুলাবালি এবং ত্বকের টক্সিন দূর করে সজীব করে তোলে।
২। যষ্ঠী মধুর গ্ল্যাব্রিডিন নামক উপাদান ত্বকের স্বাভাবিক রং বজায় রাখে এবং কালো দাগ অথবা হাইপার-পিগমেন্টেশনের হাত থেকে রক্ষা করে।
৩। গোলাপের পাপড়ি এক্সফোলিয়েন্ট হিসাবে ত্বকের মৃত কোষগুলিকে অপসারণ করে ত্বকের মসৃণতা এবং উজ্জলতা বাড়ায়।
৪। মরিঙ্গার ওমেগা 6 ফ্যাটি এসিড প্রাকৃতিক ভাবে ত্বকের ক্ষয় রোধ করতে সাহায্য করে এবং নতুন কোষ তৈরিতেও ভূমিকা রাখে।
৫। মুলতানি মাটিতে এক্সফোলিয়েটিং এবং ব্লিচিং বৈশিষ্ট্য আছে যা সানট্যান এবং পিগমেন্টেশন দূর করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।
৬। কমলার অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে এক্সফোলিয়েট করে এবং টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে।
৭। ডিপ ক্লিঞ্জিং করে।
ত্বকের যত্নে গোলাপ: গোলাপের পাপড়িতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যাস্ট্রিঞ্জেন্ট বৈশিষ্ট্য ত্বকের বলিরেখা,ছোপ ছোপ দাগ, স্ট্রেচ মার্ক দূরকরে ত্বক হাইড্রেট এবং কোমল রাখতে সাহায্য করে। ত্বকের যত্নে গোলাপের পাপড়ি বা গুঁড়া বেশ উপকারী। ত্বকের যত্নে গোলাপের পাপড়ি বা গুঁড়া বেশ উপকারী, এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এছাড়া শুষ্ক ত্বকের কোমলতা এবং উজ্জ্বলতা ফেরাতে গোলাপ জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ত্বকের যত্নে চারকোল: চারকোল ত্বকের ভেতরের স্তরে জমে থাকা ময়লা ও বিষাক্ত জীবাণু দূরকরতে কার্যকরী ভূমিকা পালন করে এ ছাড়া ব্যাক্টেরিয়া, ধূলাবালি ইত্যাদি দূর করতে এই উপাদান ব্যবহার করা যায়।
ত্বকের যত্নে কমলার খোসা: কমলার খোসা আপনার মুখে হওয়া ব্রণর বিরুদ্ধে কাজ করে মুখকে ব্রণ মুক্ত করে। একটি গোটা কমলার খোসা ১ কাপ জলে সিদ্ধ করে নিয়ে সেই জল মুখ ধোয়ার কাজে ব্যবহার করুন। ত্বককে মসৃণ, নরম করে তুলতে কমলালেবুর খোসার কোনও বিকল্প নেই। ত্বকে তেলের ভারসাম্য বজায় রাখতে এবং ত্বককে মসৃণ, নরম করে তুলতে কমলালেবুর খোসার কোনও বিকল্প নেই।
ত্বকের যত্নে সজনে পাতা: সজনে পাতায় রয়েছে ভিটামিন-সি ও এন্টি-অক্সিডেন্ট যা আমাদের বার্ধক্যজনিত সমস্যার সমাধান করে এবং ত্বককে পুনরুজ্জীবিত করে। এটির অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য ত্বকের কাটা, ক্ষত, ঘর্ষণ, পোড়া চিহ্ন, ত্বকের সংক্রমণ, ফুসকুড়ি, রোদে পোড়া দাগর ক্ষেত্রে ব্যবহারে কার্যকরী ফলাফল পাওয়া যায়।
ত্বকের যত্নে মুলতানি মাটি: এতে রয়েছে সিলিকন, আয়রন, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম সিলিকেট যা উচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন যার ফলে ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে এটি ভীষণ কার্যকরী। এ ছাড়া ত্বকের উপরের অংশে জমে থাকা তেল, ময়লা এবং টক্সিন দূর করতে মুলতানি মাটির তুলনা নেই।
ব্যবহারবিধিঃ গোসলের পূর্বে অথবা রাতে ঘুমানোর পূর্বে একটি বাটিতে প্রথমে ১ চামচ পাউডার নিয়ে সাথে পরিমান মত গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরী করে নিন। এবার পুরো বডিতে অথবা পুরোমুখ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে প্যাকটি ব্যবহার করুন। ১৫-২০ মিনিট পর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে প্রথম ১৫ দিন প্রতিদিন এবং এর পরে সপ্তাহে ৩-৪ দিন রাতে ব্যবহার করুন।
Specification: |
Title: | Orgagenic Face and Body Scrubbing Pack 100 gm |
Brand: | Orgagenic |
Country of Origin | Bangladesh |
Usage Area | Face & Body |
Net Weight | 100 gm |
Item Form | Powder |