Summary:
চুল ঘন ও কালো করার প্রাকৃতিক উপায়, মজবুত চুল হোক আত্নবিশ্বাস এর কারণ।
চুলের যত্নে মেহেদি পাতার উপকার কি? যেসব উপাদান চুলের সৌন্দর্য বাড়াতে কাজ করে, সেগুলোর মধ্যে অন্যতম হলো মেহেদি বা Henna। শুধু হাত-পা সাজানোর ক্ষেত্রেই নয়, চুলের পরিচর্যায় এই উপাদান বেশ জনপ্রিয় ও কার্যকর। কেউ কেউ আবার প্রাকৃতিকভাবে চুলে চমৎকার রং করার জন্য বেছে নেন হেনা। এটি যে চুলের শুধু সৌন্দর্যই বাড়ায়, তা কিন্তু নয়। সেইসঙ্গে চুলে পৌঁছে দেয় নানা উপকারী উপাদান। গবেষণায় দেখা গেছে চুল ও হাত-পা রাঙানোর পাশাপাশি এর আরও বেশ কিছু উপকারীতা রয়েছে। দীর্ঘকাল ধরে মেহেদি পাতা বিভিন্ন ঐতিহ্যবাহী শাস্ত্রে ঔষধি প্রলেপ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে । চুলের যত্নের পাশাপাশি চর্মরোগ নিরাময় করতেও এর কার্যকারিতা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক চুলে Henna Powder ব্যবহারের উপকারিতা এবং ব্যবহারবিধি।
উপকারিতা,
১। চুল দ্রুত বৃদ্ধি করে
২। চুল পড়া কমাতে সাহায্য করে
৩। ডিপ কন্ডিশনিংয়ে সাহায্য করে
৪। মাথার ত্বকের পিএইচ ব্যালেন্স (Ph Balance) বজায় রাখে
৫। চুলের রুক্ষতা দূর করে
৬। খুশকি দূর করতে খুব ভালো কাজ করে
৭। চুলের গোঁড়া মজবুত করতে
৮। চুল পাকা রোধ করে
৯। চুল রঙ করতে হেনা ন্যাচারাল কালারের কাজ করে
ত্বকের যত্নে মেহেদী পাতা: মেহেদি পাতা এন্টি অক্সিডেন্ট এ ভরপুর,তা ছাড়াও এতে আরও আছে এন্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য ,যা প্রদাহের বিরুদ্ধে লড়াই করে বিভিন্ন চর্মরোগ যেমন, বিভিন্ন ধরণের খোস পাঁচড়া, সোরাইসিস, একজিমা, ফাঙ্গাল ইনফেকশন, ব্যাক্টেরিয়াল ইনফেকশন ইত্যাদি সারাতে সাহায্য করে। এটি ব্রণ,এলারজি,গুটি বসন্ত ইত্যাদি নিরাময় করতেও কার্যকর।
মেহেদি পাতার হিলিং প্রপার্টিজ ত্বকে বিদ্যমান ক্ষত সারাতেও বেশ সাহায্য করে, যেমন পোড়া,কাটা ছেড়া,ঘা ইত্যাদি।
অন্যান্য উপকারীতা-
১। ত্বকের যত্নে,চুলের যত্নে,নখের যত্নে মেহেদি পাতার উপকারিতার সম্পর্কে তো জানলাম, কিন্তু মেহেদি পাতার আরও চমৎকার একটি উপকারিতা রয়েছে, তা হচ্ছে এটি দাঁতের বিভিন্ন সমস্যা সমাধান করতেও উপকারী। যেমন দাঁতে ব্যথা, দাঁতের মাড়ির দুর্বলতা, মাড়ি থেকে রক্ত ক্ষরণ ইত্যাদি।
২। গবেষণায় পাওয়া গেছে, নিয়মিত মেহেদি পাতা ব্যবহারে মানসিক স্বাস্থ্য ভালো থাকে, মেহেদি পাতার ঘ্রাণ স্ট্রেস কমাতে সাহায্য করে।
৩। এছাড়া আরও দেখা গেছে মেহেদি পাতা সেবনের মাধ্যমে বিভিন্ন স্ত্রীরোগ নিরাময় হতে পারে।
৪। মেহেদি পাতার আরেকটি চমৎকার উপকারিতা হচ্ছে এটি জণ্ডিস নিরাময় করতে সাহায্য করে।
পার্শ্বপ্রতিক্রিয়াঃ মেহেদি পাতার যেমন বিবিধ উপকারিতা রয়েছে, তেমনিই কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। যেমন- গর্ভাবস্থায় এবং দুগ্ধবতী অবস্থায় মেহেদি পাতা সেবন নিষেধ, গর্ভাবস্থায় মেহেদি পাতা সেবন করলে গর্ভপাত হয়ে যেতে পারে আর দুগ্ধবতী অবস্থায় দুগ্ধজাত সন্তানের বিভিন্ন ক্ষতি হতে পারে। মেহেদি পাতা ব্যবহারের মাধ্যমে ব্যাক্তি বিশেষ এর এলারজিক রিয়েকশন হতে পারে, আর সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে ব্লিস্টারস এর মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ব্যবহারর পূর্বে প্যাচ টেস্ট করে নেওয়া উত্তম এবং সেবনের পূর্বে এক্সপার্ট দের পরামর্শ নেওয়া উচিত।
ব্যবহারবিধিঃ মেহেদি পাতার ব্যবহার সম্পর্কে কম বেশি সকলেই জানেন। হাত পায়ে ব্যবহারের জন্য মেহেদি পাতা বেঁটে লাগানো যেতে পারে এবং চুলে মেহেদি পাতার গুড়ো হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে। কেউ মেহেদি পাতার গুড়োর সাথে শুধু মাত্র পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন অথবা চাইলে অন্যান্য উপকরণ ও যোগ করতে পারেন যেমন্ মেথি বাটা অথবা মেথি গুড়ো,এলোভেরা জেল, টক দই, যেকোনো পুষ্টিকর তেল ইত্যাদি। একটি বাটিতে ৫০ গ্রাম মেহেদি পাতা গুড়ো অথবা চুলের দৈর্ঘ্য অনুযায়ী পরিমাণ মতো নিয়ে নিন সাথে পরিমাণ মতো পানি এবং পছন্দের যেকোনো উপাদান নিয়ে মিশিয়ে নিন। এরপর মিশ্রণ টি মাথায় লাগিয়ে ৩০-৪০ মিনিটের জন্য রেখে দিন, ৩০-৪০ মিনিট হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত মাসে ৪-৫ বার ব্যবহার করুন।
Henna Powder-এর ব্যবহারবিধিঃ – ৩ চামচ হেনা পাউডার, ৬ চামচ আমলকীর পাউডার, ২ চামচ মেথি পাউডার একটা পাত্রে ভালোভাবে মেশাতে হবে। এর পর এতে ১০ টেবিল চামচ পানি, একটা ডিমের সাদা অংশ এবং
একটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। প্রয়োজন হলে এতে পানি যোগ করতে পারেন।
প্যাকটি তৈরি করে এক ঘণ্টা রেখে এর পর চুলে আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন। এর পর শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে দুবার ব্যবহার করলে উপকার পাবেন।
Specification: |
Title: | Orgagenic Henna Powder 100 gm |
Brand: | Orgagenic |
Country Of Origin | Bangladesh |
Usage Area | Hair |
Net Weight | 100 gm |
Item Form | Powder |