Summary:
মেছতার বাজেট ফ্রেন্ডলি ও সাইড ইফেক্ট মুক্ত প্রাকৃতিক সমাধান সাথে ১৫ মিনিটে ইন্সট্যান্ট ব্রাইট ত্বক।
মেছতা কি এবং কেন হয় – আমাদের ত্বকের নিচে মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। কোন কারণে মেলানিন বেশি অ্যাকটিভ হলে ত্বকের সেই অংশটি আশেপাশের অংশের তুলনায় গাঢ় হয়ে যায়। যার ফলে সেই অংশটি কালো অথবা বাদামি থেকে হালকা বাদামি হতে দেখা যায়। আর একেই বলা হয় মেছতা। এটি সাধারণত ২০ থেকে ৫০ বছর বয়সের মধ্যেই বেশি দেখা যায়। অতিরিক্ত সূর্যের আলো, জন্ম নিয়ন্ত্রণ পিল সেবন, হরমোনের সমস্যা, বংশগত কারণ, ত্বকের নিয়মিত যত্ন না নেয়া কিংবা অতিরিক্ত সময় চুলার কাছে থাকলে সহ নানা কারণে মেছতা হতে পারে।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় কি – ত্বক হল মানবদেহের বাইরের স্তর যা তিনটি লেয়ারে বিভক্ত যেমনঃ- এপিডার্মিস এটি বাইরের স্তর, ডার্মিস একটি তন্তুযুক্ত স্তর যা এপিডার্মিসকে সমর্থন করে এবং সাবকুটিস ডার্মিসের নীচে একটি চর্বি স্তর যা অন্য দুটি স্তরে পুষ্টি সরবরাহ করে। আমরা সবাই চাই নরম, মসৃণ, দাগহীন, নিখুঁত ত্বকের। কিন্তু এই কর্মব্যস্ত জীবনে অনেকেই আলাদা করে ত্বকের যত্ন নিতে পারি না। ফলে বাইরের রোদ ও ধুলা ময়লা ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে। গোলাপ, মসুর ডাল, আলু, চন্দন, মুলতানি মাটি, হলুদ ও কমলার খোসা সহ নানা প্রাকৃতিক উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কার্যকর ভূমিকা পালন করে।
পুরোপুরি মেছতা দূর করে সুন্দর ও দাগমুক্ত উজ্জ্বল ত্বক পেতে প্রাকৃতিক উপাদানে প্রস্তুতকৃত অর্গাজেনিকের Melasma Master Treatment Combo আপনার জন্য একটি সঠিক সমাধান।
উপকারিতাঃ
১। মেছতা দূর করবে
২। ছোপ ছোপ দাগ দূর করবে
৩। বয়সের ছাপ দূর করবে
৪। পিগমেন্টেশন দূর করবে
৫। লালতিল, বাদামী তিলের সমস্যা দূর করবে
৬। স্কিন টোন ইভেন করবে
৭। স্কিনের স্পট দূর করবে।
৮। ত্বকের উজ্জ্বলতা বাড়াবে
৯। ইন্সট্যান্ট ব্রাইট করবে
১০। ত্বকের ড্যামেজ রিপেয়ার করবে
১১। ত্বকের স্পট দূর করবে
১২। ত্বক হেলদি করবে
১৩। ত্বক টান টান করবে
১৪। ত্বক ময়েশ্চারাইজ রাখবে।
Melasma Master Treatment Combo-তে থাকা নিম, অ্যালোভেরা, জয়ফল, কস্তুরী হলুদ, যষ্টিমধু, মুলতানি মাটি, আলু, আমলকি, বহেরা সহ নান প্রাকৃতিক উপাদান ত্বকের মেছতা সহ যাবতীয় জটিল সমস্যা সমাধানে শতভাগ কার্যকরী ভূমিকা পালন করে।
ত্বকের যত্নে গোলাপ: –ত্বকের তারুণ্য ধরে রাখতে বা বার্ধক্যের ছাপ মুছতে, কোলাজেন এর ভূমিকা অপরিহার্য। গোলাপে রয়েছে ভিটামিন এ ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকে কোলাজেন বৃদ্ধি করে ত্বকের বলিরেখা,কপালের সুক্ষ্ম রেখা,বয়সের ছাপ ইত্যাদি দূর করে ত্বককে টানটান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া গোলাপে বিদ্যমান ভিটামিন এ শুধুমাত্র বার্ধক্যের ছাপ দূর করতেই সাহায্য করে না,এটি ত্বকে হওয়া পিগমেন্টেশন,ফ্রেক্যেলস,ব্রণের দাগ,মেস্তা ইত্যাদি দূর করতেও বেশ উপকারি।
ত্বকের যত্নে চন্দন:- চন্দন পাউডার ত্বকের তেলতেলে ভাব দূর করতে কার্যকরী ভূমিকা রাখে যার ফলে ত্বকে ব্রণ কমে হয়। এটি ব্যাবহারে ত্বক শুষ্ক হয়না, যে কারণে সব ধরনের ত্বকে এটি ব্যবহার করা যায় । চন্দন ত্বকের কোলাজেন বারিয়ে ত্বকে দাগ মুক্ত করে ও ত্বকের টোন ঠিক রাখে।
ত্বকের যত্নে কস্তুরী হলুদ:- কস্তুরী হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা ত্বকের ব্রণ, ডার্ক সার্কেল ও ট্যান দূর করতে বিশেষ ভূমিকা পালন করে, এছাড়াও নিয়মিত কস্তুরী হলুদের ফেসপ্যাক ব্যবহারে ত্বকের ছোপ ছোপ দাগ দূর হয়, ফলে ত্বক হয় দ্বিগুন উজ্জ্বল ও প্রাণবন্ত।
ত্বকের যত্নে মসুর ডাল:- মসুর ডালে থাকা প্রয়োজনীয় খনিজ, প্রোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, ডায়াটারি ফাইবার, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, সি, ই, কে এবং থায়ামিন। যা আমাদের ত্বক থেকে ক্ষতিকর উপাদান বের করে দিতে সাহায্য করে। ফলে বয়সের ছাপ দূর করে, ত্বককে উজ্জল করে।
ত্বকের যত্নে জয়ফল:- জয়ফল একটি প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট যা ত্বকের পুরানো কোষগুলিকে নির্মূল করে মুখের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়া এটি অ্যান্টি-ব্রণ অর্থাৎ ব্রণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ত্বকের যত্নে আমলকি:- আমলকীতে থাকা ভিটামিন ‘সি’ কোলাজেন উৎপাদনের সবচেয়ে কার্যকরী উপাদান, যা ত্বকের নমনীয়তা বাড়ায়। প্রতিদিন আমলকী খেলে ত্বকের কোলাজেন উৎপাদন বেড়ে যায়। আর কোলাজেন উৎপাদন ত্বককে স্বাস্থ্যজ্জ্বোল এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। আমলকীতে থাকা ভিটামিন ‘সি’ সূর্য থেকে ত্বককে রক্ষা করে।
ত্বকের যত্নে নিম পাতা:- নিমপাতার ক্লিনজার অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের ব্রণ ও ব্ল্যাকহেডসের সমস্যা দূর করতে বেশ কার্যকরী। এছাড়া ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করে এবং লোমকূপে লুকিয়ে থাকা ময়লা পরিষ্কার করতেও সাহায্য করে এই নিম পাতা।
ত্বকের যত্নে অ্যালোভেরা:- শুষ্ক ও রুক্ষ ত্বকের হাইড্রেশন ইম্প্রুভ করতে অ্যালোভেরা বিশেষ ভূমিকা পালন করে। এতে থাকা ভিটামিনগুলির মধ্যে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন সি, যা ত্বকের জন্য বিশেষভাবে উপকারী। এছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বককে নমনীয় ও সিল্কি রাখে।
ত্বকের যত্নে মুলতানি মাটি:- অ্যালুমিনিয়াম সিলিকেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমৃদ্ধ মুলতানি মাটি ত্বকের উপরের অংশে জমে থাকা তেল, ময়লা এবং টক্সিন দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া মুলতানি মাটির ফেস প্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বকের কালচে দাগ ও ব্রণ দূর হয় ফলে ত্বকে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা।
ত্বকের যত্নে আলু:- আলুতে থাকা ভিটামিন ত্বকে বয়সের ছাপ দূর করতে সর্বাধিক ভূমিকা পালন করে। এছাড়া নিয়মিত আলুর ফেসপ্যাক ব্যবহারে ত্বক অনেক বেশি সতেজ ও সুন্দর লাগবে সাথে ব্রণ ও এর দাগ সারাতে বেশ ভালো কাজ করে।
ত্বকের যত্নে বহেরা:- ত্রিফলার অন্যতম একটি ফল হল বহেরা, শ্বেতী রোগ সারাতে বহেড়া যথেষ্ট উপকারী এছাড়া ত্বকে জমে থাকা টক্সিন এর কারণে হওয়া চর্মরোগ যেমন ব্রণ, হোয়াইট হেডস দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে বহেরা।
ব্যবহারবিধিঃ- একটি বাটিতে ১ চা চামচ পাউডার নিয়ে পরিমাণ মতো পানি এবং গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। পুরো মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে একটু পানি দিয়ে ভিজিয়ে হালকা ম্যাসাজ করে নরমাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।
Specification: |
Title: | Orgagenic Melasma Master Treatment Combo |
Brand: | Orgagenic |
Item Form | Powder |
Brand Origin | Bangladesh |
Usage Area | Face |
Net Weight | 200+100 gm |