পৃথিবীর বৃহত্তম দেশ ভারত। সমৃদ্ধ এই দেশের ক্রমবিবর্তনের ইতিহাস, বহুক্ষেত্রে তা অনুপ্রেরণাদায়ক ও বটে। জনপ্রিয় গ্রন্থ ‘ইন্ডিয়াজ স্ট্রাগল ফর ইনডিপেনডেন্স’ এর এই উত্তরখন্ডটিতে বিশ্লেষিত হয়েছে বিগত পাঁচ দশকের ভারতের সমস্যা ও সাফল্যের আখ্যান।
স্বাধীনতা-পূর্ব ভারতের প্রেক্ষাপট, ঔপনিবেশিক উত্তরাধিকার ও শতবর্ষব্যাপি স্বাধীনতা সংগ্রামের দিনগুলির আলোকে ব্যাখ্যাত হয়েছে স্বাধীনতা-পরবর্তী ভারতের ইতিহাস। সংবিধান রচনার ইতিবৃত্ত, নেহরু-প্রদর্শিত রাজনৈতিক, অর্থনৈতিক ও বিদেশনীতির মুল বিষয়গুলি আলোচিত হয়েছে এই বইটিতে। কেন্দ্র ও রাজ্যের দলীয় কোন্দল, পঞ্জাব সমস্যা, সাম্প্রদায়িকতার কালো ছায়া, জাতপাতের রাজনীতি এবং অস্পৃশ্যতার মতো বিতর্কিত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে ঐতিহাসিকরা অনুসন্ধান করেছেন একটি জাতির সমন্বয় সাধনের ইতিহাস।
বিস্তারিত আলোচনা আছে ১৯৯১ সাল থেকে শুরু হওয়া ভারতের অর্থনৈতিক সংস্কার, ভূমি সংস্কার ও সবুজ বিপ্লব নিয়ে এবং এইসব কিছুর সঙ্গে রয়েছে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, জয়প্রকাশ নারায়ণ, লালবাহাদুর শাস্ত্রী, বিশ্বনাথপ্রতাপ সিংহ ও অটলবিহারী বাজপেয়ী প্রমুখ রাজনৈতিক ব্যক্তিত্বের নৈর্ব্যক্তিক মুল্যায়ন। সব মিলিয়ে বইটি একটি অগ্রণী দেশের সামগ্রিক প্রতিচ্ছবি, সমকালীন ভারতের একটি সুস্পষ্ট চিত্র।