বদরুল আলম প্রতিভা সম্পন্ন একজন লেখক। সাহিত্যের বিভিন্ন মাধ্যমে তার সুচিন্তিত উপস্থিতি কবিতা, ছড়া, ছােটগল্প, উপন্যাসসহ বিবিধ লেখালেখিতে তার প্রতিভার ছাপ স্পষ্ট। জন্ম ১৯৭৫ সালের ১ জুলাই নারায়ণগঞ্জ জেলার কাশিপুর ইউনিয়নে। তার পৈত্রিক নিবাস মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেঙ্গেরচর গ্রামে। বাবা মরহুম আব্দুল মতিন মােল্লা একজন সরকারী চাকুরীজীবি ছিলেন। লেখক এক পুত্র সন্তানের জনক। বদরুল আলম সাহিত্যাঙ্গনে আবির্ভূত হন ৯০-এর দশকে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক সঠিক সংবাদ পত্রিকায় ছােট গল্প “এবং প্রশ্ন” এর মধ্য দিয়ে। এরপর স্থানীয় ও জাতীয় পত্রিকায় তাঁর বহু গল্প, ধারাবাহিক উপন্যাস, ছড়া, কবিতা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। লেখার স্বীকৃতি স্বরূপ তিনি “দেশ পাবলিকেশন্স পাণ্ডুলিপি পুরস্কার-২০১৪” পেয়েছেন। ১৯৯০ সালে তিনি ঢাকা বাের্ড থেকে এস.এস.সি তারপর বাংলাদেশ কারিগরি শিক্ষাবাের্ড থেকে সিভিলইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা সার্টিফিকেট এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ডিপিডিসিতে প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। বাস্তব জীবনে একজন প্রকৌশলী হয়েও চাকুরীর পাশাপাশি সাহিত্য চর্চায় তিনি যথেষ্ট প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। তার লেখা বইয়ের সংখ্যা ১৩টি। এর মধ্যে সায়েন্স ফিকশন, কিশোর অ্যাডভেঞ্চার, শিশুতোষ গল্প, সমকালীন উপন্যাস, ছড়া বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থাবলি রয়েছে।
বইটার ফিকশন প্লট ভাল ছিল, কিন্তু এক্সপেক্টেশন আরো বেশি ছিল, বিশেষ করে জাফর স্যার, হুমায়ন স্যারের সায়েন্স ফিকশন পড়ে বড় হওয়া আমাদের ক্ষেত্রে৷ ডেলিভারি খুব দ্রুত পেয়েছি।
Read More
Was this review helpful to you?
By Ahmed rouf ,
09 Aug 2019
Verified Purchase
বিজ্ঞান ও কল্পনার মধ্য দিয়ে সুন্দর ও নান্দনিক একটি গল্প
কথা বলবো লেখক বদরুল আলম এর লেখা সাইন্স ফিকশন ‘অপারেশন ব্ল্যাকহোল’ নিয়ে। তার আগে লেখক বদরুল আলমকে নিয়ে দুটি কথা বলতেই হয়। তিনি মনে প্রাণে ধারণ করেন মুক্তিযুদ্ধ, যাদের রক্তে আজকের এই সোনার বাংলা। শস্য শ্যামল সবুজে ঘেরা এই বাংলাদেশ। ঠিক মায়ের মতই ভালোবসেন, মুক্তিযুদ্ধ প্রিয় মানুষদেরও। পুবকাশে যেমন লাল সূর্যটা হলদে রঙে মিশে যায়, পশ্চিম আকাশে ঠিক লাল আভা হয়ে ফোঁটে ওঠে; তেমনি কমল মনের একজন মানুষ। প্রকৃতি প্রেমি এই লেখক ঘুরে বেড়িছেন প্রায় সব জেলায়। সবুজ পটে রঙিন সব ছবি মনের ভেতর আঁকতে ভালোবাসেন। তাই তো সময় পেলেই চলে যান সবুজ নীল নীলিমায়। আকাশের সাত রঙে রঙধনু আঁকতে...
তাঁর লেখা আরো বই আমি পড়েছি, সেগুলো কিশোরগল্প ও উপন্যাস তবে এই প্রথম তার লেখা সাইন্স ফিকশন ‘অপারেশন ব্ল্যাকহোল’ পড়লাম। আমার যদি ভুল না হয় তাহলে লেখক বদরুল আলম এরও প্রথম লেখা সাইন্স ফিকশন এটি। পাঠমুগ্ধতায় আমি শেষ পর্যন্ত বইটি শেষ করতে পেরেছি। পাঠ মুগ্ধতা বলতে আমি বলতে চাচ্ছি বইটি সব ধরনের পাঠক একবার পড়া শুরু করলে, শেষ না করে রাখা মনে হয় দ্বায় হবে। বিজ্ঞান কল্পকাহিনীর রাজ্যে ঘুরে বেড়াতে চাইলে অবশ্যই বইটি পড়া চাই। শুধু তাই নয়, কিশোর কিশোরিদের প্রিয় সায়েন্স ফিকশনের মধ্যে ‘অপারেশন ব্ল্যাকহোল একটি উন্যতম বই। যা পাঠে পাঠক শুধু মুগ্ধই নয়, জানতে পারবে না জানা অনেক তথ্য... লেখক ডিউক নামের এক যুবক চরিত্রের মধ্য দিয়ে গল্পের যে টানপুরণ, সদ্য বের হয়ে আসা বুয়েট স্টুয়েন্ট ডিউক, তার মেধা ও মননের মধ্য দিয়ে নিজেই আবিষ্কার করে এক অত্যধুনিক রোবট, যা ডিউকের অনেক কাজ এই রোরট নিজে করে ফেলে। তার চিন্তা চেতনায় সব সময় বিজ্ঞান কাজ করে। যা সত্যিই বিস্ময়কর; বিস্ময়কর এক বিজ্ঞান চিন্তা যুবকের নাম ‘অপারেশন ব্ল্যাকহোল’...আমার কাছে বইটি পড়ে সবচেয়ে অবাক লেগেছে এই জন্য যে, লেখক বইটিতে ব্ল্যাকহোল এর মত মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং লক্ষকোটি আলোববর্ষ দূরের একটি স্থানে অভিযানের কথা বলেছেন। এও কী সম্ভব...! যা লেখক তার কল্পনার সাতরঙে রাঙিয়ে বিজ্ঞান ও কল্পনার মধ্য দিয়ে সুন্দর ও নান্দনিক একটি গল্প বলেছেন। পাঠক প্রিয় এই বইটি আরো পাঠক প্রিয় হয়ে উঠুক; আমাদের পাঠক বই প্রিয় হয়ে উঠুক আরো বেশি বেশি, তবেই একজন লেখক তার প্রাপ্য সম্মান টুকু পাবে আশা রাখতেই পারি। জয় হোক শিশুসাহিত্যিক বদরুল আলম এর, জয়তু ‘অপারেশন ব্ল্যাকহোল’।
আহমেদ রউফ, কথাশিল্পী, সম্পাদক, রৌদ্রছায়া, সাহিত্যের ত্রৈমাসিক সংকলন।
Read More
Was this review helpful to you?
By Rashedul Islam Hasib,
08 Aug 2019
Verified Purchase
#অপারেশন_ব্লাকহোল রিভিউ প্রতিযোগিতা
বইয়ের নাম: অপারেশন ব্লাকহোল
লেখক: বদরুল আলম
বইয়ের ধরন: সায়েন্স ফিকশন
প্রকাশক: অনির্বাণ
মূল্য: ১০৫ টাকা রেটিং: ৪.৫/৫
ব্ল্যাকহোল অভিযানের কথা শুনলেই পাঠকের মনে কিছুটা খটকা লেগে যাওয়ার কথা। ব্ল্যাকহোল অপারেশনে কে যাবে,কেন যাবে? আসলেই তো ব্ল্যাকহোলে যাওয়া কী সহজ কাজ? তাছাড়া ব্ল্যাকহোল অপারেশন সম্পন্ন করতে হলে তো সে স্থানে যেতে হবে, তবেই না অভিযান। কিন্তু লক্ষ কোটি আলোকবর্ষ দূরের কোনো স্থানে মানুষের পক্ষে যাওয়া কী সম্ভব? মোটেই না। তাহলে? ব্ল্যাকহোল হল মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় স্থান। যেথায় মহাকাশযান তো দূরের কথা,ওই স্থানে কোনো বস্তু এমনকি আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না। তেমনি স্থানের রহস্য উন্মোচনে বেরিয়ে পড়েছেন ২২৩৫ সালের আধুনিক পৃথিবীর কিছু মানুষ।
যেখানে পাঠানো হয় ডিউক কে। ডিউক বুয়েট থেকে CSE বিষয় নিয়ে সদ্য ডিগ্রী অর্জন করা এক টগবগে যুবক। তাঁকে সহ মোট ১৫০ জনকে সিলেক্ট করে ব্লাকহোলে পাঠানোর জন্য। যেখানে গল্পের মূল চরিত্র ছিল ডিউক। ডিউক যখন অভিযানে যায় তখন তাঁর দেশের কথা খুব মনে পড়ে। ডিউক অভিযানটা ছিল স্যাক্রিফাইস এর মতো , যার শুরু আছে কিন্তু শেষ যানা নেই।
পাঠক প্রতিক্রিয়া: সব মিলিয়ে মোটামুটি ভালো একটা বই। আমি মূলত জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন ভক্ত। এই সায়েন্স ফিকশন বইটাও ভালো লিখেছেন লেখক বদরুল আলম এর ১ম লেখা হিসেবে। আশা করি লেখক সামনে আরো সায়েন্স ফিকশন বই লিখবেন। আমার মনে এই বইটা পড়লে আপনাদের ভালো লাগবে।
Read More
Was this review helpful to you?
By Mahbub Zaman,
05 Mar 2019
Verified Purchase
অপারেশন ব্লাকহোল-র কিছু চৌম্বক অংশঃ- ---------------------------------------------------------- ব্ল্যাকহোল অভিযানের কথা শুনলেই পাঠকের মনে কিছুটা খটকা লেগে যাওয়ার কথা। ব্ল্যাকহোল অপারেশনে কে যাবে,কেন যাবে? আসলেই তো ব্ল্যাকহোলে যাওয়া কী সহজ কাজ? তাছাড়া ব্ল্যাকহোল অপারেশন সম্পন্ন করতে হলে তো সে স্থানে যেতে হবে, তবেই না অভিযান। কিন্তু লক্ষ কোটি আলোকবর্ষ দূরের কোনো স্থানে মানুষের পক্ষে যাওয়া কী সম্ভব? মোটেই না। তাহলে?
ব্ল্যাকহোল হল মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় স্থান। যেথায় মহাকাশযান তো দূরের কথা,ওই স্থানে কোনো বস্তু এমনকি আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না। তেমনি স্থানের রহস্য উন্মোচনে বেরিয়ে পড়েছেন ২২৩৫ সালের আধুনিক পৃথিবীর কিছু মানুষ। যারা ব্ল্যাকহোলের অভ্যন্তরে প্রবেশ করে তার যাবতীয় তথ্য সংগ্রহ করবেন। দেখা যাক অভিযানে অংশ নেয়া ওই মানুষগুলো সফল হয় কি না..
Read More
Was this review helpful to you?
By Shamil Abdullah,
01 Aug 2019
Verified Purchase
পড়া উচিত সবার
Read More
Was this review helpful to you?
By Badrul Alam,
06 Jun 2022
Verified Purchase
বইটি মঙ্গল গ্রহের উপড়ে লেখা একটি সায়েন্স ফিকশন বই । সৌর মন্ডলের লালগ্রহ নামে খ্যাত মঙ্গল অভিমুখে যাত্রার অদম্য বাসনাকে সামনে রেখে ক্ষতিগ্রস্থ পৃথিবীর কিছু মানুষের ঐতিহাসিক মিশনের উপর ভিক্তি করে এগিয়েছে সায়েন্স ফিকশন বই মঙ্গল 007 এর গল্পের প্লট। তাছাড়া মঙ্গল গ্রহ সম্পর্কে জানতেও বইটি পড়া উচিৎ । সুতরাং বইটি আপনিও সংগ্রহ করতে পারেন...
Read More
Was this review helpful to you?
By Badrul Alam,
31 Jan 2024
Verified Purchase
বিস্ময় বালক সে, কে বিস্ময় বালক ? সে কি রাতুল? প্রিয় পাঠক,বিস্ময়কর বালক রাতুলের অদ্ভুত সব কর্মকান্ড সম্পর্কে জানতে সংগ্রহ করুন আমার লেখা সায়েন্স ফিকশন বই ’বিস্ময় বালক সে’ বইটি। বিশ্বাস করে দেখুন বইটি আপনাদের ভালো লাগবে।