মানুষ স্বপ্ন দেখতে শুরু করে নিতান্ত শৈশবে। আর এই দেখার প্রক্রিয়াটি চলে প্রায় আমৃত্যু। তবু মানুষের কাছে স্বপ্ন চিররহস্যময়। স্বপ্ন কী এবং কেন এ নিয়ে নানা জিজ্ঞাসা এবং অনুসন্ধানের অন্ত নেই । মনোবিজ্ঞান স্বপ্নরহস্যের জট খুলতে চেষ্টা করেছে বিভিন্ন গবেষণায়, আলোচনায়। স্বপ্নের পেছনে পেছনে এসেছে দিবাস্বপ্ন, দুঃস্বপ্ন প্রভৃতি শব্দ । মোট কথা স্বপ্ন আর এখন নিছক স্বপ্ন নয়, রীতিমতো তত্ত্ব । সেই স্বপ্নতত্ত্ব নিয়ে রচিত হয়েছে এই অভূতপূর্ব গ্রন্থ । পুরোপুরি গবেষণানির্ভর এই বই পাঠককে পৌঁছে দেবে স্বপ্নলোকের অতলে । খুলে দেবে অপার রহস্যের দরজা। স্বপ্নের বিচিত্র ভাষা বুঝে ওঠা সহজ হবে। ছাপান্নটি পেশার আড়াই হাজারেরও বেশি মানুষের দেখা স্বপ্নের বিবরণ আছে এই গ্রন্থে । , কবি, কথাসাহিত্যিক, চিত্রকর, ভাস্কর, খেলোয়াড়, চিত্রপরিচালক, শিক্ষক, সঙ্গীতশিল্পী, চিকিৎসক ইঞ্জিনিয়ার, সাংবাদিক, আলোকচিত্রী, ব্যবহারজীবী, শ্রমিক, কৃষক থেকে শুরু করে লঞ্চচালক, রিকশাচালক, পুলিশ, টেলিফোন অপারেটর কিংবা ভবঘুরে, ভিখিরি, মনোরোগী প্রমুখ হাজারো বৃত্তির মানুষের বহুবিচিত্র স্বপ্নের সুলুকসন্ধানে পূর্ণ এই বইয়ের প্রতিটি পাতা। আছে দৃষ্টিহীন মানুষের ব্যতিক্রমী স্বপ্নজগতের অজানা তথ্য, আদিবাসীদের স্বপ্নের দেশ কিংবা দূরপ্রবাসের বাঙালিদের স্বপ্নসন্ধান। স্বপ্ন নিয়ে আলোচনা করতে করতে লেখক ঢুকে পড়েছেন মানবমনের অন্দরমহলে। নিবিড় অন্বেষণের আলো ফেলেছেন সেই অচেনা জগতে । স্বপ্ন নিয়ে আমাদের প্রায় সব প্রশ্নের উত্তর এখানে সাজিয়ে দেওয়া আছে বৈজ্ঞানিক পদ্ধতিতে । বিস্তৃত ব্যাখ্যা ও বিশ্লেষণে প্রতিটি অধ্যায় যেন এক একটি স্বপ্নলোকের চাবি। পড়ে যাওয়ার স্বপ্ন, মরে যাওয়ার স্বপ্ন, জলে ডোবার স্বপ্ন, যৌনস্বপ্ন, অসুখের স্বপ্ন, রক্ত হিম করা স্বপ্ন প্রভৃতি বহু স্বপ্নের যুক্তিসঙ্গত অর্থ আছে এখানে, যা অন্য কোনও বইয়ে পাওয়া দুঃসাধ্য । সব মিলিয়ে, ঝরঝরে ভাষায় লেখা এই গ্রন্থ বিজ্ঞানভিত্তিক বাংলা বইয়ের জগতে এক উল্লেখযোগ্য সংযোজন, স্বপ্নদ্রষ্টা মানুষের অনবদ্য স্বপ্নলিপি ।
(Dr. Shyamal Chakraborty) জন্ম ১৯৫৯ সালে, উত্তরপাড়ায়। চিকিৎসাবিজ্ঞানের স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে। ষোলো বছর বয়সে “অণু আন্দোলন” পত্রিকায় লেখালেখির শুরু। স্বাস্থ্য নিয়ে লিখছেন ১৯৮৩ সাল থেকে। একটানা বহু বছর ‘উৎস মানুষ’ পত্রিকায়। মাঝে সাময়িক ছেদ। ১৯৯২ থেকে আবার লিখছেন নতুন উদ্যমে। বিষয়: স্বাস্থ্য, বিজ্ঞান আর ভ্ৰমণ। শরীর নিয়ে প্ৰবন্ধ লেখেন বর্তমান, সুস্বাস্থ্য, সাপ্তাহিক বর্তমান, আজকাল, উৎস মানুষ ও প্রতিদিন পত্রিকায়। অরণ্যপ্রেমিক। ফুরসত পেলেই চলে যান অরণ্যের কাছে। ভ্ৰমণকাহিনী লেখেন সানন্দা, ভ্ৰমণ, সাপ্তাহিক বর্তমান, সংবাদ প্রতিদিন ও অন্যান্য পত্রিকায়। এখন লিখছেন ছোটগল্প, রম্যরচনাও। দীর্ঘ গবেষণার ফসল “স্বপ্ন দেখেন কেন” বইটি পাঠক মহলে আলোড়ন তুলেছে। ডাক্তারি করতে করতে ডাক্তার, লিখতে লিখতে লেখক। প্রচলিত ছকের বাইরে লিখে বেঁচে থাকতে চান এভাবেই। ভাললাগা: ছবি তোলা, বেড়ানো, আর স্বপ্ন দেখা।