"ফেসবুক ম্যানুয়াল" বইয়ের ভূমিকার থেকে নেয়া: আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ্ তায়ালা’র। যার দয়াতে “ফেসবুক ম্যানুয়াল” বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা সম্ভব হলাে। ইন্টারনেট ব্যবহার করছেন আর ফেসবুকের নাম শােনেন নি এমন লােক পাওয়া দুষ্কর। জনপ্রিয় এই সামাজিক যােগাযােগ সাইটটির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। ক্রমবর্ধমান এই ব্যবহারকারীদের দিকে লক্ষ্য রেখে বইটি রচিত হয়েছে। বইটিতে ফেসবুকের সাম্প্রতিকতম ফিচারগুলােকে নিয়ে আলােচনার চেষ্টা করা হয়েছে। আকারে ছােট হলেও বইটিতে ফেসবুকের গুরুত্বপূর্ণ বিষয়গুলাে উপস্থাপনের নিরলস চেষ্টা ছিল। একেবারে সাধারণ ব্যবহারকারীদের প্রতি লক্ষ্য রেখে হাতে-কলমে শেখানাের মতাে করে বইটিতে বিভিন্ন ফিচারগুলাে আলােচিত হয়েছে। এতােসব প্রচেষ্টার পরও হয়তাে অজান্তে কিছু ভুল-ত্রুটি রয়ে গেছে। পাঠকদেরকে এগুলাে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরােধ রইলাে। ভুলগুলাে ধরিয়ে দিলে বিশেষভাবে কৃতজ্ঞ থাকবাে। সেই সাথে পাঠকের কাছ থেকে গঠনমূলক সমালােচনা ও পরামর্শ প্রত্যাশা করছি। আশা করি সকলের এসব পরামর্শ অনুযায়ী বইটির পরবর্তী সংস্করণটিকে আরও ভালােভাবে সাজানাে সম্ভব হবে।