“মধ্যযুগের ভারতীয় শহর" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ মধ্যযুগের ভারতীয় শহর সম্পর্কে গবেষণা যেটুকু হয়েছে তা বিক্ষিপ্তভাবে। বাংলা ভাষায় এর সংখ্যা আরও কম। ঐতিহাসিক শহরগুলির আলােচনার ক্ষেত্রে এই গ্রন্থটি, বলা যেতে পারে, পথিকৃতের ভূমিকা নেবে। কেননা বাংলায় এই জাতীয় গ্রন্থ এই প্রথম। লেখক দিল্লি, বিজয়নগর, মাণ্ডু, বিদর, গােয়া, গৌড়, সপ্তগ্রাম, সােনার গাঁ, লাহোের, আগ্রা, ফতেপুর সিক্রি, সুরাট, কালিকট, কোচিন, মুর্শিদাবাদ, চট্টগ্রাম, ঢাকা প্রভৃতি শহরের ইতিহাস অনুসন্ধান করেছেন সাম্প্রতিককালের ভৌগােলিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণার আলােকে। এই শহরগুলির পরিকাঠামাে, ঘরবাড়ি তৈরির বৈশিষ্ট্য, জলের সমস্যা সমাধানের চেষ্টা, অভিজাতদের হাভেলি ও রাজপরিবারের বিলাসবহুল প্রাসাদের বর্ণনার পাশাপাশি এদের উত্থান এবং অবক্ষয়ের দিকগুলিও আলােচিত হয়েছে এই গ্রন্থে। সুলতানি ও মুঘল সাম্রাজ্যের। উত্থান-পতনের সঙ্গে বিভিন্ন শহরের ইতিহাসও যে জড়িত, তা সমকালীন দলিল-দস্তাবেজ, চিঠিপত্র, বিদেশি পর্যটকদের বিভিন্ন লেখা ও ভারতীয় ভাষার বিভিন্ন রচনাসূত্র অবলম্বন করে লেখক দেখানাের চেষ্টা করেছেন। ত্রয়ােদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ভারতীয় নগর সভ্যতার ইতিহাস এই গ্রন্থের সম্পদ।