একটি হাসপাতাল, একজন নৃবিজ্ঞানী, কয়েকটি ভাঙ্গা হাড় (হার্ডকভার)
বাংলাদেশের মেডিকেল কলেজ হাসপাতালের উপর সম্প্রতি একটি নৃবৈজ্ঞানিক গবেষণা ভিত্তিতে লেখা এই বইতে উঠে এসেছে বাংলাদেশের একটি হাসপাতালের ভেতরকার বিচিত্র বাস্তব চিত্র
"একটি হাসপাতাল, একজন নৃবিজ্ঞানী, কয়েকটি ভাঙ্গা হাড়" বইয়ের ফ্ল্যাপের লেখা: হাসপাতাল জীবন বরাবরই কৌতূহলী করেছে লেখকদের। হাসপাতালে আছে জীবন-মৃত্যুর লড়াই, আছে আশা-নিরাশার নাগরদোলা, আছে নাটকীয়তা। হাসপাতাল কারাে জন্য হয়ে ওঠে নিরাময়ের পবিত্র তীর্থ, কারাে জন্য বিভীষিকার অন্ধকূপ। বিশ্বসাহিত্যে বিখ্যাত অনেক গল্প, উপন্যাস লেখা হয়েছে হাসপাতাল জীবনকে কেন্দ্র করে। হাসপাতাল আধুনিক সমাজের অন্যতম জটিল একটি প্রতিষ্ঠানও বটে। ফলে সমাজবিজ্ঞানী, নৃবিজ্ঞানীরাও হাসপাতাল বিষয়ে কৌতূহলী হয়েছেন। হাসপাতালের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক মাত্রাগুলাে নিয়ে গবেষণা করেছেন তারা। শাহাদুজ্জামান একাধারে চিকিৎসা নৃবিজ্ঞানী এবং কথাসাহিত্যিক। তিনি বাংলাদেশের মেডিকেল কলেজ হাসপাতালের উপর সম্প্রতি একটি নৃবৈজ্ঞানিক গবেষণা করেছেন। সেই গবেষণার ভিত্তিতে লেখা এই বইতে উঠে এসেছে বাংলাদেশের একটি হাসপাতালের ভেতরকার বিচিত্র বাস্তব চিত্র। বলা বাহুল্য, হাসপাতাল বাংলাদেশে বহুল আলােচিত একটি প্রসঙ্গ। হাসপাতালকে ঘিরে এদশের মানুষের আছে নানা প্রত্যাশা, ক্ষোভ। সশরীর পর্যবেক্ষণের ভিত্তিতে লেখা এই বইয়ে ডাক্তার, নার্স, রােগী, রােগীর আত্মীয়, ওয়ার্ডবয়, ঝাড়দার, আয়া প্রমুখদের নিয়ে গড়ে ওঠা হাসপাতাল জীবনের এক অনুপুঙ্খ বর্ণনা দিয়েছেন শাহাদুজ্জামান। তিনি দেখিয়েছেন কি করে হাসপাতালের জীবন বস্তুত বাংলাদেশের বৃহত্তর সমাজের নানা বৈশিষ্ট্যকেই প্রতিফলিত করেছে। কি করে হাসপাতালের একটি ওয়ার্ড হয়ে উঠেছে একটি ক্ষুদ্র বাংলাদেশ। বাংলাদেশের মননশীল কথাসাহিত্যে ইতিমধ্যে শাহাদুজ্জামান তার বিশিষ্ট অবস্থানটি চিহ্নিত করেছেন। কথাসাহিত্যের নানা শাখায় বিচরণ রয়েছে। শাহাদুজ্জামানের পুরস্কৃত হয়েছে তার ছােটগল্প গ্রন্থ। ব্যাপক আলােচিত হয়েছে তার সাম্প্রতিক নিরীক্ষাধর্মী গ্রন্থ ৪-তে দুঃখ। এছাড়াও প্রকাশিত হয়েছে তার ভিন্নধর্মী অনুবাদগ্রন্থ, ভ্রমণ কাহিনী ও গৃহীত সাক্ষাৎকার সংকলন। সে ধারাবাহিকতায় তার বর্তমান রচনা একটি হাসপাতাল, একজন নৃবিজ্ঞানী, কয়েকটি ভাঙ্গা হাড়। হাসপাতাল জীবন নিয়ে তার এই ব্যতিক্রমধর্মী লেখা পাঠ তাই নিঃসন্দেহে হবে একটি কৌতূহলােদ্দীপক অভিজ্ঞতা। সাহিত্যের পাঠকদের জন্য তাে বটেই, এ বইটির বিশেষ প্রাসঙ্গিকতা রয়েছে হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এবং নৃবিজ্ঞানে আগ্রহী পাঠকদেরও।
সমসাময়িক বাংলা কথাসাহিত্যে মননশীল সাহিত্যিক হিসেবে শাহাদুজ্জামানের অবস্থান অনন্য ও অগ্রণী। গল্প, উপন্যাসেই বেশি পরিচিত হলেও শাহাদুজ্জামানের উল্লেখযোগ্য কাজ রয়েছে প্রবন্ধ, অনুবাদ, ভ্রমণ এবং গবেষণার ক্ষেত্রেও। লেখকের মতে, তিনি আল বেরুনীর মতো দীর্ঘ নয়, বরং বিস্তৃত জীবনের আকাঙ্ক্ষা করেন। ১৯৬০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন কথাশিল্পী শাহাদুজ্জামান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করেন মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাস করে চিকিৎসক হিসেবে কাজ করেছেন উন্নয়ন সংস্থা ব্র্যাকের গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পে। উচ্চতর শিক্ষার জন্য পরবর্তীতে জনস্বাস্থ্য বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং নেদারল্যান্ডসের আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা নৃবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে শাহাদুজ্জামান দীর্ঘদিন অধ্যাপনা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পাবলিক হেলথ বিভাগে। বর্তমানে তিনি যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও গবেষণা কাজের সাথে যুক্ত রয়েছেন। পারিবারিকভাবে সাহিত্যের যে ঘোর শৈশবেই আচ্ছন্ন করেছিলো তা-ই শাহাদুজ্জামানের সাহিত্যিক হয়ে ওঠার পাথেয় হিসেবে কাজ করেছে। ১৯৯৬ সালে মাওলা ব্রাদার্স আয়োজিত কথাসাহিত্যের পান্ডুলিপি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে প্রকাশিত হয় তাঁর প্রথম ও ছোটগল্পগ্রন্থ ‘কয়েকটি বিহ্বল পাখি’। শাহাদুজ্জামান এর বই সমূহ ঠিক প্রচলিত উপন্যাসের গৎবাঁধা আঙ্গিকে ধরা যায় না। অনেক সাহিত্যবোদ্ধা তাই তাঁর লেখাকে ফিকশন-নন ফিকশন, পদ্য-কথাসাহিত্য, সবকিছুর মিশেলে ‘ডকু ফিকশান’, আবার অনেকে ‘মেটাফিকশান’ বলে রায় দিয়ে থাকেন। শাহাদুজ্জামান এর বই সমগ্র এর মধ্যে উল্লেখযোগ্য ক্রাচের কর্নেল, আধো ঘুমে ক্যাস্ট্রোর সঙ্গে, একটি হাসপাতাল একজন নৃবিজ্ঞানী কয়েকটি ভাঙ্গা হাড়, ক্যাঙ্গারু দেখার শ্রেষ্ঠ দিন এবং অন্যান্য অনুবাদ গল্প, কয়েকটি বিহ্বল গল্প, মামলার সাক্ষী ময়নাপাখি, কাগজের নৌকায় আগুনের নদী, এবং কবি জীবনানন্দ দাশের উপরে লেখা উপন্যাস ‘একজন কমলালেবু’। কমলা রকেটসহ বেশ কিছু চলচ্চিত্রের চিত্রনাট্যও রচনা করেছেন শাহাদুজ্জামান। ২০১৬ সালে বাংলা কথাসাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ পান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।