ফ্ল্যাপে লিখা কথা অজানা পৃথিবীর এক অদ্ভুত জাদুকর কথাশিল্পী হুমায়ূন আহমেদ । অজস্র ভক্তের মতো আমারও একটা নীরব ভালোবাসা ছিল তাঁর প্রতি। শ্রদ্ধা ও কৌতূহলপূর্ণ প্রতীক্ষা ছিল । সর্বক্ষণই প্রত্যাশা করতাম , হঠাৎ কখন নির্মাণ করবেন দারুণ এক চলচ্চিত্র। তাঁর প্রতি আমার ভালোবাসা বোধানুভব অপ্রকাশিতই রয়ে গেছে। চলচ্চিত্রের পর্দায় প্রাণ পেতে তাঁর হিমু লীলাবতী আজও আমার মানসলোকে ঘোরাফেরা করে। নানাবিধ সীমাবদ্ধতায় তা ফলনে ফলিত হয় নি। তাঁর নির্মিত চলচ্চিত্র সম্পর্কে অন্যদের মতো আমারও ধারণা ছিল. তিনি চলচ্চিত্রের নামে রুপালী পর্দায় দীর্ঘ নাটক প্রক্ষেপণ করেন।
কিন্তু না, আমার গবেষণার বিষয়ভিত্তিক তথ্যানুসন্ধানে ৫০ বছরের নির্বাচিত চলচ্চিত্রের তালিকায় হুমায়ূন আহমেদের চলচ্চিত্র দেখতে হয়েছে বারবার। যে দেখা আমাকে আলোকিত করেছেন হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ভাব-ভাবনা মিশ্র জগৎ সম্পর্কে। জানান দিয়েছে চলচ্চিত্র ভাবনাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তাঁর নীরব প্রচেষ্টা। একজন হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ভাবনার সূত্র ধরেই সিনেমা-পড়ুয়াদের জন্য এই বই লেখা।
ভূমিকা ‘হুমায়ূন আহমেদ-এর শেষ ও প্রথম চলচ্চিত্র’ নামরে এই বইটি আসলে একটি দায়বদ্ধতা থেকে লেখা। মতিন রহমান নিজে একজন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা। তিনি দায়বদ্ধতার তাগিদে আরেক চলচ্চিত্র নির্মাতার ওপর বই লিখেছেন যা এক অনন্য দৃষ্টান্ত। হুমায়ূন আহমেদের চলচ্চিত্রের পূর্ন অবয়ব, নির্মাণের উৎস, সাংস্কৃতিক মূল্যায়নের প্রামাণ্যচিত্র ফুটে উঠেছে এই বইয়ে। আমি মনে করি, লেখকের এই গবেষণাকর্মী বইটি শুধু আলোচনা-সামলোচনা নয় চলচ্চিত্রের ভাষায় ব্যাকরণ সমৃদ্ধ হয়ে চলচ্চিত্র ভাবুকদের ভবিষ্যতে পথ দেখাবে। আমি আরও মনে করি, স্রোতস্বিনী সময়ের ভেতর থেকে সুস্থ চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন নিয়ে যারা এগিয়ে যাচ্ছেন, আগামীর পথে তাঁদের জন্য এই সহায়ক ভূমিকা রাখবে। ফরিদুর রেজা সাগর সাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক
সূচিপত্র ”ঘেটুপুত্র কমলা”-হুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র * নিমার্ণ কারিগর * নির্মাণ সূচনা * ঘেটুগান : পরিবেশনামূলক সংস্কৃতি * ঘেটুপুত্র কমলা : আখ্যানভাগ * কাহিনী সূত্র : একজন শৌখিনদার মানুষ * ছোটগল্প : পূর্ণ চলচ্চিত্র * ঘেটুপুত্র কমলা : গল্পসার * ছোট গল্প, অপ্রকাশিত চিত্রনাট্য,শুটিং স্ক্রিপ্ট * অভিনয় : নয় * সুরে সংগীত * নাট্য উপাদান : শব্দ সংগীত, প্রতীক * শিল্পনির্দেশনা * লোকজ উপাদান * কিছু শটের কম্পোজিশন * কমলার মৃত্যু : এক মোক্ষম ট্যাগ * প্রথম ও শেষ দৃশ্য * চলচ্চিত্র : আলোচনা * দর্শক প্রতিক্রিয়া * স্মৃতিকথা * হুমায়ূন আহমেদ এর গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র : আট * হুমায়ূন আহমেদ এর নির্মিত চলচ্চিত্র : আট * ঋণসূত্র নির্দেশিকা
”আগুনের পরশমণি “- হুমায়ূন আহমেদের প্রথম চলচ্চিত্র * নির্মাণ কারিগর * পুরস্কার প্রাপ্তি * বিশেষ তথ্য * নির্মাণ সূচনা * মুক্তিযুদ্ধ : বাংলাদেশের চলচ্চিত্র * গল্পসার * আগুনের পরশমণি উপন্যাসের শুরু * রদবদল * প্রথম দৃশ্যের চলচ্চিত্ররূপ * সাহিত্য যখন চলচ্চিত্র * লোকসংস্কৃতির অনুষঙ্গ, আগুনের পরশমণি * লোকজ উপাদান অন্বেষণধ নারীচরিত্র * ঋতু : বর্ষা * বৃষ্টি দৃশ্যের শুটিং * লোকপ্রকৃতি : জোছনা * নকল চাঁদ * মৃত্যুর রূপায়ণ * একস্ট্রা চরিত্র এর দেশ প্রেম * ফ্লাশ ফরোয়ার্ড * গীত-সংগীত * পুনশ্চ : ‘নিশা লাগি ‘ * ইফেক্ট সাউন্ড * উপন্যাসের শেষ দৃশ্য * চলচ্চিত্রের শেষ দৃশ্য * বদির মৃত্যুর মহিমা * শুধুই হুমায়ূন আহমেদ * সার কথা * ঋণসূত্র নির্দেশিকা