“নূরানী পদ্ধতিতে ২৭ ঘন্টায় কুরআন শিক্ষা (বাংলা উচ্চারণ ও শূন্যস্থান পূরণসহ)” বইটির ভূমিকাঃ অসম্ভব মনে হতে পারে কিন্তু আপনি যদি আল্লাহর উপরে ভরসা করে, আজ হতে প্রতিদিন ১ ঘন্টা করে কুরআন শরীফ পড়া শিখতে শুরু করেন তবে আপনি মাত্র ২৭ দিন শেখার পর কুরআন শরীফ পড়তে, পারবেন ইন্শাআল্লাহ। শর্ত হল পড়তে হবে, শূন্যস্থান পূরণ করে লিখতে হবে ও পরীক্ষা দিতে হবে। এই বইটির ৪টি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। প্রতিটি আরবী লেখার নীচে, বাংলা উচ্চারণ দেয়া আছে। প্রচুর শূন্যস্থান পূরণ আছে। ভালাে পেন্সিল ও ভালাে রবার ব্যবহার করতে হবে । বইটি খাতা হিসাবে ব্যবহৃত হবে। প্রতি ঘন্টা পড়ার পর পরীক্ষা আছে। ফলে আপনি পরীক্ষা দিয়ে নিজেই বুঝতে পারবেন, আপনার ঐ ঘন্টার পড়া শেখা হয়েছে কিনা। | ০ প্রতি দিন ১ ঘন্টা করে বইটি পড়ুন। মাত্র ২৭ দিনে কুরআন শরীফ পড়া শিখতে পারবেন, ইনশাআল্লাহ। আর কোন কথা নয়। আসুন বিসৃমিল্লাহ বলে শুরু করি। সূচীপত্রঃ প্রথম আরবী ২৯টি হরফ চিনি। দ্বিতীয়। আরবী ১৭টি মাখরাজ চিনি তৃতীয়। হরফ মনে রাখার কায়দা সংযুক্ত হরফ চতুর্থ হরফ চেনার সহজ উপায় এক নজরে হরফ চেনার ছক কলকলার হরফ। পঞ্চম জযম অথবা সাকিন জবর জের ও পেশ দিয়ে সাকিনের উচ্চারণ ষষ্ঠ বিভিন্ন হরফের সাথে আলিফ এবং ওয়াও যুক্ত হলে তার চেহারা কেমন হবে তার উদাহরণ সপ্তম বিভিন্ন হরফের সাথে ইয়া যুক্ত হলে তার চেহারা কেমন হবে তার উদাহরণ তানবীন। প্রথমে ও মাঝে সংযুক্ত হবে না এমন ৭টি হরফ ছােট শব্দের প্রাকটিস ইদগামে বা-গুন্নাহ মীম সাকিন গুন্নাহর প্রাকটিস শব্দের উচ্চারণের ব্যবহার (রিভিশন) অর্থসহ ঈমানে মুফাচ্ছল ইকলাব গুন্নাহ (রিভিশন-২) ইদগামে বা-গুন্নাহ ইদগামে বেলা-গুন্নাহ ইজহার ইখফার ব্যবহার| কালিমায়ে তামজীদ অর্থসহ কুরআন শরীফ থেকে হরফ চেনা (হরকত ছাড়া) সূরা-মূলক, আয়াত-১-৭। আল-কুরআনের ছােট ছােট আয়াতের উচ্চারণ শেখা-১, (অর্থসহ) আল-কুরআনের ছােট ছােট আয়াতের উচ্চারণ শেখা-২, (অর্থসহ) সূরা মূলকের (আয়াত ১-১১) উচ্চারণ ও অর্থ|| সূরা ফাতিহা | সূরা নাছ | সূরা ইখলাছ সূরা ফালাক্ব সূরা লাহাব উচ্চারণ ও অর্থ| সূরা-ইয়াছীন, আয়াত ১-১২ সূরা-আর রহমান, আয়াত ১-১৩