লেখকের কথা পারস্যের কবি শেখ সাদীর পোশাকের গল্প নিশ্চয় অনেকের জানা। একজন পৃথিবী বিখ্যাত কবি হয়েও তিনি সাধারণ পোশাকে রাজদরবারে প্রবেশ করতে পারেননি। অথচ ঝলমলে পোশাক পরে অনায়াসেই পারস্যের রাজদরবারে প্রবেশের অনুমতি মিলেছিল তাঁর। আর তাই বাদশাহী ভোজের আসরে শেখ সাদী নিজে না খেয়ে মজার মজার বাদশাহী খাবার তার নিজের গায়ের জমকালো দামী পোশাককে খাওয়াতে শুরু করেছিলেন। কারণ, এই পোশাকের কারণেই তো তিনি রাজ দরবারে জায়গা পেয়েছে। এখানে এই গল্পটি একটি রূপক হিসেবে ব্যবহার করতে চেয়েছি মাত্র। যুগে যুগে মানুষের ব্যক্তিত্ব প্রকাশের ক্ষেত্রে পোশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটুকু দখল করে আছে পোশাক দামী হতে হবে তার কোন কারণ নেই। তবে পোশাকে থাকতে হবে ব্যক্তিত্বের ছাপ, পরিমিত রুচির বহিঃপ্রকাশ। আর তাহলেই যে কোন সাধারণ পোশাকও হয়ে উঠতে পারে অসাধারণ।
সাধারণভাবে, কাপড়ে প্রিন্ট করা বলতে বোঝায় অন্য যে কোন রঙের কাপড়ে নিজের মনের মতো করে অন্য একটি প্রিন্ট করা। বস্ত্রছাপা বা ফেব্রিক প্রিন্টিং একটি প্রাচীনতম শিল্প। বর্তমানে পৃথিবীর সব জায়গাতেই এই শিল্প প্রচলিত ও জনপ্রিয়। নিত্যনতুন ডিজাইনের প্রিন্টের কাপড় দিয়েই চলে ফ্যাশন ট্রেন্ড।
কাপড়ে প্রিন্ট বিভিন্ন ধরনের হতে পারে। আপনি চাইলে ব্রাশ পেইন্ট ব্যবহার করেও আপনার পছন্দের কাপড়টি মনের মতো করে প্রিন্ট করে নিতে পারেন। আবার চাইলে বিভিন্ন ধরনের ডাইস বা ব্লক ব্যবহার করেও কাপড়ে প্রিন্ট করে নিতে পারেন। এমনকি বাজারে যেসব বাহারি ডিজাইনের বাটিক প্রিন্ট দেখতে পাওয়া যায়- সেগুলোও অনায়াসে আপনি করতে পারেন আপনার পছন্দের কাপড়ে। এরপর নিজের ডিজাইন অনুযায়ী তা সেলাই করে পরিধান করা সত্যি সত্যি গর্বের বিষয়। আর এই গর্বের বিষয়টুকু বাস্তবে পরিণত করার অভিপ্রায়েই আমার এই বইয়ের সূত্রপাত। এই বইটির ধারাবাহিক পাঠ ও অনুশীলনে আপনার ভেতরের ক্রিয়েটিভিটির প্রকাশ ঘটবেই। আর সেই সাথে অতি সাধারণ একটুকরো কাপড়কে বইতে দয়া পর্যায়ক্রমিক ধারা অনুসরণ করে রঙ প্রয়োগ এবং তারপর সুষ্ঠুভাবে সেলাই করার মাধ্যমে নিজের সত্যিকারের শিল্পী স্বত্ত্বারও বহিঃপ্রকাশ ঘটবে।
এই বইতে আমি অত্যন্ত সহজভাবে ব্লক, বাটিক, টাইডাই, এমব্রয়ডারির সহজ প্রক্রিয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের পোশাক তৈরির উপর বর্ণনা করেছি। যা আপনার একেবারে মননশীলতা ও নাগালের মধ্যে। সুতরাং বইটিকে বাজার চলতি সাধারণ সেলাই-এর বই হিসেবে গণ্য না করলেই আমার পরিশ্রম সার্থক হবে। বইটি সব ধরনের প্রেমীদের কাছে গ্রহণযোগ্য হবে বলেই আমার বিশ্বাস।