যে ভাবে নিজেকে গড়ে তুলবেন"বইটির ভূমিকা: নিজেকে উপলব্ধি করতে চাইলে আমাদের উচিত নিজের গুরুত্ব উপলব্ধি । করা। আমাদেরকে ভাবতে হবে যে আমরা মানুষ, আমাদেরকে সুন্দরভাবে বাঁচতে হবে। এই বিশাল পৃথিবীর ক্ষুদ্র গন্ডির মাঝে নিজেকে আবদ্ধ রাখলে চলবে না। আমাদের জীবন অতি স্বল্প সময়ের মধ্যে অতিবাহিত হয়ে যায়। অথচ এই সময়টুকুতে আমরা আত্মপ্রকাশের মাধ্যমে জীবনের গুরুত্ব উপলব্ধি করতে পারি। আমাদের জীবনে শিক্ষার উদ্দেশ্য শুধু জ্ঞান আহরণ নয়। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে তাকে কাজে লাগিয়ে জীবনের ভীরুতা পরিহার করে আত্মবিশ্বাস অর্জন করা। মানুষ তার জীবনের এই ক্ষুদ্র সময়ের মধ্যে কিভাবে তার বুদ্ধি ও বাহুবলে নিজেকে উন্মােচন করতে পারে এই বইটিতে সেকথা তুলে ধরার প্রয়াস করা হয়েছে। এছাড়াও আমরা আমাদের স্বভাবের কিছু কিছু দোষ ত্রুটি যদি পরিহার করে চলতে পারি এবং কিছু কিছু গুণাবলী নিজের চেষ্টার মাধ্যমে আয়ত্বে আনতে পারি তবেই আমরা নিজের সম্পর্কে অনুধাবন করতে পারবাে। প্রতিটি মানুষই জীবনে কোন না কোন সময় হতাশ ও দুশ্চিন্তাগ্রস্থ হয়। তার কারণ আমরা মানুষ। আমাদের জীবন কুসুমাস্তীর্ণ নয়। এই সমস্যাসংকুল পৃথিবীতে আমাদেরকে বাঁচতে হলে আমাদের উচিত এই সমস্যাযুক্ত জীবনের সাথে নিজেকে খাপ খাইয়ে চলা এবং খাপ খাইয়ে চলতে গেলে ঘাত প্রতিঘাত আসবেই। সেই ঘাত প্রতিঘাতকে জয় করে জীবনকে আনন্দময় করে গড়ে তােলাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্যে পৌছানাের জন্য আসুন আমরা নিজেদেরকে সঠিক উপায়ে গড়ে তুলি সেই সাথে সুখী জীবন যাপন করি এবং অপরকেও সুখী করে তুলি।
জুলফিয়া ইসলাম:কথাসাহিত্যিক, গীতিকবি ও শিল্পী। গ্রন্হসংখ্যা : ৫৭ টি। বাংলাদেশ টেলিভিশনের স্বীকৃত গীতিকার। "মেঘ ছুঁয়েছে স্বপ্ন" তার প্রথম অ্যলবাম। নিজের লেখা গানে কন্ঠ দিয়েছেন তিনি। আরো কন্ঠ দিয়েছেন শিল্পী সুবীর নন্দী,রথীন্দ্রনাথ রায়,রফিকুল আলম-সহ ভারতের শ্রীকান্ত আচার্য। সুরারোপ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল,শাহীন সরদার ও উদয় বন্দোপাধ্যায়। " পদ্মপাতায় জল" তার এই উপন্যাসটির ধারাবাহিক নাট্যরূপ প্রকাশিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনে (২০১১)। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য। ছিলেন শিক্ষকতায় ও সাপ্তাহিক ২০০০-এ। প্রতিষ্ঠাতা: জুলফিয়া ইসলাম সমাজকল্যাণ সংস্হা (JISKS) বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত প্রতিষ্ঠান। কর্ণধার: জুই প্রকাশন (JUI) পুরস্কার : বিশেষ বঙ্গবন্ধু পুরস্কার ১৪২৪ (বাংলা) দেশ পত্রিকা,কলকতা। প্রাতিষ্ঠানিক শিক্ষা: এম,এ,বি এড। ভ্রমণ:ভারত, সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই,সৌদি আরব,মালদ্বীপ, ইন্দোনেশিয়া।১৯৯৮ সাল থেকে প্রকাশিত মোট ৫৭ টি বইয়ের অধিকাংশই আছে বিদ্যাপ্রকাশে।এছাড়াও অনিন্দ্য প্রকাশনীতে আছে ৩ টি, অনন্যা প্রকাশনীতে আছে ৩ টি,পার্ল পাবলিকেশন্সে আছে ২ টি,বাংলাপ্রকাশে আছে ১টি,ন্যাশনাল পাবলিকেশন্সে ও জুই প্রকাশনে আছে ৬ টি বই,প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ।