কলকাতার বিশিষ্ট প্রকাশন সংস্থা দেজ পাবলিশিং থেকে প্রকাশিত ‘রেডিও ও টেলিভিশন সংবাদ এবং সাংবাদিকতা’ বইটি গত ছয় বছরে চারবার মুদ্রণ (বর্তমানটি সহ তিনটি সংস্করণ এবং একটি পুনর্মুদ্রণ) সন্দেহাতীতভাবে প্রমাণ করে বইটির প্রয়োজন ও অপরিহার্যতা। প্রকৃতপক্ষে ২০০০ সালে কলকাতার অন্য একটি প্রকাশন সংস্থা কর্তৃক এই বইটি প্রকাশিত হয় এবং দু’বছরের মধ্যেই দুটি সংস্করণ নিঃশেষিত হয়। দীর্ঘ কুড়ি বছর ধরে টেলিভিশন সংবাদের রিপোর্টিং, এডিটিং এবং প্রোগ্রাম প্রোডাকশনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে এবং তৎপরবর্তীকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গণমাধ্যম প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যুক্ত থাকায় ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকার বাস্তব প্রয়োজন উপলব্ধি করেই এই তৃতীয় সংস্করণের প্রয়াস। কারণ সময়ের সঙ্গে সঙ্গে এই জনপ্রিয় গণমাধ্যম দুটিতে অনেক পরিবর্তন হয়েছে, যুক্ত হয়েছে অনেক নতুন নতুন প্রযুক্তি। বইটিকে যুগোপযোগী করে লেখার কথা অনেক শিক্ষার্থী এবং শিক্ষকবন্ধুরাও বারবার বলেছেন। এই সংস্করণে তাই যুক্ত করা হয়েছে রিপোর্টিং, এডিটিং প্রোগ্রাম প্রোডাকশন এবং অ্যাঙ্কারিংয়ের অনেক অনেক নতুন বিষয় : যা আগের সংস্করণগুলিতে ছিল না। বইটির রেডিও অংশটিকে দেওয়া হয়েছে একটি পূর্ণাঙ্গ রূপ। যুক্ত করা হয়েছে সিলেবাস এবং সম্ভাব্য । প্রশ্নমালা, যা আগে ছিল না। আশা করা যায় বর্তমান সংস্করণটি শিক্ষার্থী ও শিক্ষকদের আরও অনেক বেশি কাজে লাগবে।
ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের সদস্য সন্তোষ দেবনাথ টেলিভিশন ও রেডিও সংবাদ জগতে এক অগ্রণী ব্যক্তিত্ব। দীর্ঘ ২২ বছর ধরে তিনি কলকাতা দূরদর্শন এবং আকাশবাণী কলকাতা কেন্দ্রে কখনো রিপোর্টার আবার কখনোবার্তা সম্পাদক হিসেবে অনন্য কৃতিত্বের সঙ্গে কাজ করেছেন। রেডিও এবং টেলিভিশন সাংবাদিকতার তিনি একজন সফল শিক্ষকও। বর্তমানে, অবসরপ্রাপ্ত এই লেখক বিভিন্ন প্রতিষ্ঠানে রেডিও ও টেলিভিশন সাংবাদিকতার শিক্ষক হিসেবে নিয়োজিত।