প্রথম সংস্করণের ভূমিকা ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস সম্পর্কে নানা ভাষায়, বিশেষ করিয়া ইংরেজীতে বহু গবেষণামূলক গ্রন্থ ও পাঠ্যপুস্তক রচিত হইয়াছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বি.এ. অনার্স শ্রেণীর জন্য এই বিষয়ে কোন পাঠ্যপুস্তক বাংলা ভাষায় এখনও রচিত হয়নি। তাই কেন্দ্রীয় বাংলা-উন্নয়ন -বোর্ডের উদ্যোগে বাংলা ভাষায় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হিসাবে ’ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস’ লিখিত হইল। এই পুস্তক রচনায় সমসাময়িক ঐতিহাসিকদের বহু আরবী ও ফারসী গ্রন্থ(ইংরেজীতে অনু্বাদ) এবং আধুনিক ইতিহাসবিদদের ইংরেজীতে লিখিত অনেক পুস্তক হইতে সাহায্য লওয়া হইয়াছে। বিভিন্ন ঐতিহাসিদের পরস্পরবিরোধী মতবাদ আলোচনা করিয়া যথাসম্ভব স্বাধীন সিদ্ধান্তে উপনীত হইবার চেষ্টা করা হইয়াছে। বিতর্কমূলক বিষয়বস্তু সম্পর্কে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির স্বাতন্ত্র্য রক্ষা করিতে চেষ্টার ক্রটি করা হয় নাই। ভারতে মুসলিম রাজত্বের ইতিহাসের ঘটনা-বৈচিত্র্যের পূর্ণাঙ্গ বিবরণী সম্পর্কে ইদানীং প্রকাশিত তথ্যাদির পরিপ্রেক্ষিতে মোটামুটি আলোচনা এই পুস্তকে যথাযথভাবে সন্নিবিষ্ট হইয়াছে। ইংরেজ শাসক, সনাপতি ও ঐতিহাসিকদের নাম, ইউরোপীয় পর্যটক ও দূতের নাম, ইংরেজী গ্রন্থের নাম এবং ইংরেজ আমলের শাসন সংক্রান্ত কতকগুলি পরিভাষামুলক শব্দ সুবিধার খাতিরে ইংরেজীতে লিখিত হইয়াছে। বিনয়ের সঙ্গে বলিতে চাই যে, বর্তমান গ্রন্থটি বিশেষ কোনো গবেষণাগ্রন্থ নহে; এইটি ছাত্র-ছাত্রীদের প্রয়োজন মিটাবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুসারে লিখিত। তবে এই গ্রন্থে সাধারণ পাঠকেরও কাজে লগিতে পারে। এই পুস্তক রচনার ব্যাপারে আমার বন্ধুবর ড: মমতাজুর রহমান তরফদার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) আমাকে নানাভাবে সাহায্য করিয়াছেন। এইজন্যে তাঁহার নিকট আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। পরিশেষে এই পুস্তকটি প্রকাশ করিবার জন্যে কেন্দ্রিয় বাঙলা-উন্নয়ন-বোর্ডকে আমি ধন্যবাদ জানাইতেছি।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এ. কে. এম. আবদুল আলীম
সূচিপত্র প্রথম খন্ড দিল্লীর সুলতানী আমল : তুর্কী-আফগান সাম্রাজ্য ১. ভারতে ইসলামের অভ্যুদয়-আরবদের সিন্ধু বিজয় ২. ভারতে মুসলিম শক্তির উথান ৩. ভারতে মুসলিম রাজত্বের গোড়াপত্তন ৪. খল্জী বংশ, ১২৯০-১৩২৯ খ্রী : ৫. তুঘলক বংশ, ১৩২০-১৪১৪ খ্রী: ৬. তুর্কী-আফগান সাম্রাজ্যের পতনের যুগ, ১৪১৪-১৫২৬ খ্রী: ৭. তুকী-আফগান সাম্রাজ্য হইতে উদ্ভূত স্বাধীন রাজ্যসমূহ ৮. সুলতানী আমলে শাসন, সমাজ ও সংস্কৃতি দ্বিতীয় খন্ড ১. ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা : বাবর, ১৫২৬-১৫৩০ খ্রী : ২. মোগল-আফগান দ্বন্দ : হুমায়ুন ও শেরশাহ, ১৫৩০-১৫৬৬ খ্রী: ৩. সম্রাট আকবর ১৫৫৬-১৬০৫ খ্রী: ৪. সম্রাট জাহাঙ্গীর ১৬০৫-১৬২৭ খ্রী: ৫. সম্রাট শাহজাহান, ১৬২৭-১৬৫৮ খ্রী: ৬. আওরঙ্গজের আলমগীর, ১৬৫৮-১৭০৭ খ্রী: ৭. মারাঠা ও মোগল : শিবাজী ৮. মোগল সাম্রাজ্যের পতনের যুগ ৯. মোগল শাসনব্যবস্থা এবং মোগল আমলে সমাজ ও সংস্কৃতি তৃতীয় খন্ড ১. ভারতে ইউরোপীয়দের আগমন ও ইঙ্গ-ফরাসী সংঘর্ষ ২. ইস্ট-ইন্ডিয়া কোম্পানীর রাজনৈতিক উথান ৩. ভারতে বিট্রিশ শক্তির বৃদ্ধি ৪. ভারতে ব্রিটিশ প্রাধান্যোর প্রসার ৫. ভারতে ব্রিটিশ প্রতিপত্তির ক্রমবৃদ্ধি ৬. ভারতে ব্রিটিশ প্রাধান্যের পরিপূর্ণতা ও সাম্রাজ্য বিস্তার ৭. লর্ড ক্যানিং