একটি বইয়ের উৎসর্গ পত্র সারা বছর তাঁর সঙ্গে আমার দেখা হয় না, কিন্তু বইমেলা এলেই দেখতে পাই তাঁকে। লম্বা লাইনে দাঁড়িয়ে প্রচণ্ড ভিড় ঠেলে, একে-ওকে পাশ কাটিয়ে স্টলে ঢোকেন এবং সদাহাস্যময় চেহারায় খুব আন্তরিক হয়ে বলেন, ‘সুমন্ত ভাই, আসেন, কিছু খাবার এনেছি, খান।’ খাবারগুলো আমরা খেতে থাকি, আর তিনি মুগ্ধ হয়ে দেখেন।খুব অল্প সময়ের মধ্যে সেই খাবারগুলো সাবাড় করে দেই আমরা-খুব মজার খাবার, খুব লোভনীয় খাবার। আমাদের চেয়ে তিনিই তুপ্তি পান বেশি, তাঁর চোখই বলে দেয় তিনি আনন্দিত, যেন অপরকে খাওয়ানোই জীবনের সব সুখ। প্রিয় ভাবী, প্রিয় নূরুন নাহার চৌধুরী ভাবী, সময় প্রকাশনের কর্ণধার ফরিদ আহমেদ আপনার স্বামী-এটা বড়;না, আপনি তার স্ত্রী-এটা বড়? যেটাই হোক, আপনি যে একজন মায়াবতী-আমাদের কাছে সেটাই বড়। পৃথিবীতে অনেক মানুষ আছেন, অনেক রকমের মানুষ আছেন। সবাই মায়াবতী হতে পারেন না। ভাবী আপনি পেরেছেন। সুমন্ত আসলাম বইয়ের নাম : চার মায়াবতী প্রকাশকাল : ফেব্রুয়ারি বইমেলা ২০০৯ সূচীপত্র *স্পেশাল ডিশ ১ *স্যুপ *রাইস *চিকেন *স্পেশাল ডিশ ২ *মাটন/বিফ *মাছ/প্রোন *হাঁস *ডিম *চাইনীজ স্ন্যাকস/সালাদ *সস *ড্রিংকস *ভেজিটেবলস *ভূক্তিসূচি
নূরুন নাহার চৌধুরীর পৈত্রিক নিবাস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় পৃথীমপাশার ‘মনরাজ সাহেব বাড়ি। ছােটবেলা থেকেই ঢাকায় বাস। ক্লাস টু থেকে আজিমপুর গার্লস স্কুলে লেখাপড়া। ইডেন গার্লস কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন। নতুন কিছু তৈরিতেই আনন্দ। কাগজ বা কাপড় দিয়ে ফুল তৈরি, রকমারি পুতুল তৈরি, কাপড়ে ব্লক বা বুটিক করা, মনের মাধুর্য মিশিয়ে গ্লাস পেইন্ট করা, ডায়মন্ড সিরামিক, প্লাস্টিক ফাইবার, ফুড এন্ড ভেজিটেবল কার্ভিং এবং মােম দিয়ে বিভিন্ন কারুকাজ করা— এগুলাে সবই একরকম নেশা-ই বলা যায়। বাগান করা এবং বিভিন্ন জাতের অর্কিড সংগ্রহের শখ রয়েছে। রাধতে রাধতে রাধুনি—তবে রান্নায় বৈচিত্র্য আনয়নের নেশায় বিভিন্ন রান্না বিষয়ক কোর্স করেছেন। রান্না বিষয়ক একটি বই চাইনীজ ও থাই রান্না নতুন কলেবরে প্রকাশিত হয়েছে। তারপরও রান্না বিষয়ে পরীক্ষা-নীরিক্ষা থেমে থাকেনি, অবসর সময়ে দেশ-বিদেশের বই অনুসরণে নিজের মতাে করে চটজলদি রেসিপি তৈরি, রান্নায় ভিন্নতা আনা—এসবই শখের বশে করা। এভাবেই তৈরি হয়েছিল চট করে হালকা খাদ্য তৈরির রেসিপি বই সকাল-বিকেলের রকমারি নাস্তা। আর এই বইতে সন্নিবেশিত করা হয়েছে বিভিন্ন ধরনের রান্না যা আমাদের প্রাত্যহিক জীবনের অংশ। অধিকাংশ খাবার রান্না করে মােবাইল ফোনে ছবি তুলে রাখা হতাে। আর সেই ছবি ব্যবহৃত হয়েছে এই বইয়ে। সাপ্তাহিক ২০০০' ও সাপ্তাহিক ম্যাগাজিনের বিশেষ সংখ্যাগুলােতে মাঝেমধ্যে রান্না বিষয়ক লেখা ছাপা হয় তানি আহমেদ নামে। এই নামেই বন্ধু-বান্ধব এবং আত্মীয়দের কাছে সমাধিক পরিচিত। বর্তমানে স্বামীর সাথে ধানমণ্ডিতে বসবাস। দেশে-বিদেশে ভ্রমণ, ছবি তােলা এবং বিভিন্ন খাদ্যের স্বাদ গ্রহণে আছে দুর্বলতা।