কোন কিছু লিখলেই কেবল বানান ভুল হতে পারে, বাক্য গঠন হতে পারে সরস কিংবা নীরস। তেমনি বাংলা ভাষায় গল্প সংকলনের এই ধারাবাহিকে থাকতে পারে ভুল ভ্রান্তির বেড়াজাল। তারপরও এটি আমাদের কতিপয় অসীম সাহসী বালক। বালিকার ছেলেখেলা হতে পারে। হতেও পারে অসাহিত্য কিংবা অগল্প । হতেও পারে কেবলি কিছু লিখার চেষ্টা। কিন্তু যখন দেখলাম হাজারাে স্বনামধন্য সাহিত্যিকদের ভীড়ে কিছু মায়াভরা মানুষ তাদের মননের সবটুকু দিয়ে আধুনিক প্রযুক্তির এই দিনে ব্লগের পাতায় পাতায় বিদ্যুৎ তরঙ্গে ছড়িয়ে দিচ্ছেন তাদের হৃদয়ানুভুতি, সুযােগ পাওয়া মাত্রই ছাপার অক্ষরে স্থায়ীত্ব দিয়ে দিলাম সেগুলােকে। এবার পেছনের কথা বলি। প্রচুর ব্লগ পড়ি। পড়তে গিয়ে অনেকেই দেখলাম বিদ্যুৎ চমকের মত কিছু ঝলকানাে লেখা দেন। তারপর কোন এক নিভৃত মুহূর্তে আমাদের অজান্তেই ডুব দেন জনারণ্যে। আর বাংলা ভাষাও হয়তাে হারিয়ে ফেলে সম্ভাবনাময় অনেক লেখক-কবি। আজ আমাদের হুমায়ূন জীবনানন্দের ভান্ডারে টান পড়ে যাচ্ছে। তাই সেই লেখাগুলােই সামর্থ্য থাকা পর্যন্ত অবিরাম তুলে আনার এই প্রচেষ্টার নাম বাংলা ভাষার গল্প সংকলনের অনিঃশষ ধারাবাহিক-আমাদের গল্প”। আমরা মােটেও ভাবছিনা প্রথমেই সব জ্বলজ্বলে হীরা তুলে আনব। বরং যাই পাই তাই কেটে কেটে একসময় দ্যুতিময় হীরা তৈরি করবাে। আমিও হয়ত হয়ে উঠবাে দক্ষ হীরার কারিগর।
Title
বাংলা ভাষার গল্প সংকলনের অনিঃশেষ ধারাবাহিক : আমাদের গল্প -২
কয়েস সামী। ছেলেবেলা থেকেই বইয়ের সাথে তার নিবিড় বন্ধুত্ব। সাহিত্যকে ভালোবেসে পড়েছেন সিলেটের এমসি কলেজের ইংরেজিতে। পড়তে পড়তে লেখালেখিতে ঝুঁকে পড়েন একসময়। আনন্দ খুঁজে পান গল্প বলায়। সহজ সরল ভাষায় গল্প বলাতেই পছন্দ করেন বেশি। তার লেখা লাকি থার্টিন গল্পগ্রন্থটি দেশ পান্ডুলিপি পুরস্কার অর্জন করে নেয় ২০১৯ সালে। অন্যান্য বইগুলির মধ্যে রয়েছে- ঝরিছে নয়নবারি, পেনসিল ভূত, মোটুপাতলুর বন্ধু সাফওয়ান। পেশায় ব্যাংকার হওয়ায় লেখালেখির জন্য সময় খুঁজে বের করা কষ্টকর হয়ে পড়ে অনেক সময়। তবু তিনি সময় বের করে নেন- নেশার টানে, ভালোবাসার টানে।