ফ্ল্যাপে লিখা কথা ‘ইয়্যাং’ ও ‘ইন’ প্রায় আড়াই হাজার বছর পূর্বেকার চীনা দর্শনের একটি মৌলিক ধারণা। এ ধারণার ভিত্তিতে লাওসি কর্তৃক প্রবর্তিত তাওবাদ চীনে অনুসৃত বৌদ্ধ ও জাপানের শিন্টো ধর্মকে দারুণভাবে প্রভাবিত করেছিল। প্রকৃতির বৈপরীত্য ও বিপরীতমুখী স্রোতের মধ্যে থেকে বক্তি ও সমাজ জীবনে সমতা ও ভারসাম্য আনয়নের পথ অনুসন্ধান করাই ছিল তাওবাদের মূল জীপজীব্য। তাওবাদের মূল গ্রন্থ তাও তে চিং- এর ইংরেজি অনুবাদ এবং তাওবাদ সম্পর্কিত বেশ কয়েকটি লেখার ভিত্তিতে ড. হেলাল উদ্দিন আহমেদ ২০০৭ সালে এদেশে প্রথমবারের মতো তাও তে চিং-এর বাংলা অনুবাদ প্রকাশ করেন। এরই ধারবাহিকতায় বর্তমান গ্রন্থে তাও তে চিং এর পরিমার্জিত অনুবাদ সন্নিবেশিত হয়েছে। এতে অর্থ পরিষ্কার করার জন্য যেমন চারটি ভিন্ন রকম অনুবাদের সাহায্য নেওয়া হয়েছে, তেমনি প্রয়োজন অনুযায়ী অমিতেন্দ্রনাথ ঠাকুরের আদি বাংলা অনুবাদের সাথেও মিলিয়ে নেওয়া হয়েছে।
এ গ্রন্থে অন্তর্ভুক্ত প্রাচীন চীনা দর্শনের অপর প্রধান গুরু কনফুসিয়াসের প্রতিনিধিত্বমূলক লেখা অনুবাদের ক্ষেত্রে ইন্টারনেট সূত্রের পাশাপাশি অক্সফোর্ডের এ কম্প্যানিয়ন টু ফিলসফার্সসহ বেশ কিছু তথ্যসূত্রের সহায়তা নেওয়া হয়েছে। লাওসির মতবাদের সঙ্গে কনফুসীয় দর্শন যুক্ত করে বর্তমান গ্রন্থে প্রাচীন চীনা দর্শনের মূল স্রোতধারার সাথে বাঙালি পাঠকদের পরিচয় করিয়ে দেওয়ার একটি প্রয়াস চালানো হয়েছে।
হেলাল উদ্দিন আহমেদ-এর জন্ম ফেনী জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামে ১৭ জুলাই ১৯৬০ সালে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স বিভাগ থেকে স্নাতক (সম্মান), ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ প্রােগ্রামে প্রথম স্থান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান থেকে উন্নয়ন অর্থনীতিতে এমফিল (সমমান) কোর্সে প্রথম স্থান, যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয় থেকে সরকারি আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স ডিগ্রি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে জনপ্রশাসনে দুর্নীতিবিষয়ক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি অর্জন । সিভিল সার্ভিসের সদস্য হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত অবস্থায় ২০১৬ সালের আগস্টে ত্রিশ বছরের সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসরগ্রহণ। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত ঢাকা থেকে প্রকাশিত। সরকারি প্রকাশনা বাংলাদেশ কোয়ার্টারলি’ ও ‘নবারুণ’ পত্রিকা সম্পাদনা করেছেন। প্রকাশিত গ্রন্থ ১৫টি।