“মউত কা সওদাগর " বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ভারতে লােকসভা নির্বাচন আসন্ন। দেশটির যেকোন বড় রাজনৈতিক ঘটনা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য। জাতিসত্তার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সে কারণে আসন্ন। নির্বাচনে দেশটিতে কী ঘটছে সেটার অনুসন্ধান জরুরি।। ভােটার সংখ্যার বিবেচনায় ভারতের নির্বাচন। আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক। অনুশীলন' হিসেবে অভিহিত হয়। এই ‘গণতান্ত্রিক অনুশীলন’-এর আড়ালে দেশটিতে কী ঘটছে সেটা সরেজমিনে বােঝা দরকার । এবারের নির্বাচনে সেখানে প্রধান আলােচিত চরিত্র নরেন্দ্র মােদি। বিজেপি-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদে তাঁকে প্রার্থী হিসেবে তুলে ধরা হচ্ছে। রাজনীতিতে মােদির শক্তিভিত আরএসএস এর মাধ্যমেই তার রাজনৈতিক জীবনের শুরু ও বিকাশ। ভারত জুড়ে হিন্দুত্ব প্রতিষ্ঠা আরএসএস-এর ঘোষিত রাজনীতি ও দর্শন। ২০০২ সালে গুজরাট রাজ্যে মুসলমানদের ওপর গণহত্যায় নেতৃত্ব দিয়ে মােদি আরএসএস-এর কাছে। প্রধানমন্ত্রী হিসেবে নিজের যােগ্যতা প্রমাণ করেন। গুজরাটের ‘অর্থনৈতিক সাফল্য’-এর মিথও রাজনৈতিক প্রচারণাযুদ্ধে তার এক বড় হাতিয়ার। বর্তমান লেখায় লােকসভা নির্বাচনকে উপলক্ষ করে বিজেপি ও মােদির উত্থানের রাজনৈতিক-অর্থনৈতিকসামাজিক পটভূমিসমূহ তুলে ধরা হয়েছে এবং | ‘গণতান্ত্রিক অনুশীলন’-এর আড়ালে দক্ষিণ এশিয়ায় হিন্দুত্ববাদের অগ্রযাত্রার সাধারণ ফলাফল এবং বিশেষভাবে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে তার পরিণতি বােঝার চেষ্টা করা হয়েছে।
আলতাফ পারভেজ সাংবাদিক ও গবেষক হিসেবে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রে প্রথম স্থান অধিকার করেছিলেন এবং সামরিক জান্তা বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়তার কারণে ডাকসুতে সদস্য নির্বাচিত হন। সাংবাদিকতা জীবনে প্রথম থেকে ‘কাউন্টার রিপোর্ট’ ধারণার চর্চা শুরু করেন এবং ১৯৯০ পরবর্তী শাসনামলে আনসার বিদ্রোহ ও কারা বিদ্রোহ নিয়ে সাড়া জাগানো কাজ করেছেন। প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১০- এর অধিক । ২০১৫ সালে তাঁর সর্বশেষ প্রকাশিত গ্রন্থ ‘মুজিব বাহিনী থেকে গণবাহিনী’ ইতিহাসের পুনর্পাঠ বাংলাদেশের রাজনৈতিক সাহিত্যে সবচেয়ে আলোচিত একটি গবেষণা হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে প্রধানত দক্ষিণ এশিয়ার ইতিহাস ও রাজনীতি তাঁর আগ্রহের বিষয়।