সভ্যতার সেই ঊষা লগ্ন থেকে সবদেশেই অভ্যন্তরীণ শান্তি তথা আইন-শৃঙ্খলা রক্ষায় এক শ্রেণীর তুলনামূলকভাবে শক্ত-সমর্থ দেহী লোকজন কাজ করত। দেশ ও স্থান বিশেষে এদের নাম ছিল বিভিন্ন। কালক্রমে মূলত ‘পুলিশ’ নামেই এরা রাষ্ট্রের একটি নিয়মিত ও অপরিহার্য প্রশিক্ষিত বাহিনীতে পরিণত হয়েছিল। আবহমান বাংলাও এর ব্যতিক্রম নয়। ইতিহাসের ধারাবাহিকতায় এ দেশেও পুলিশ বাহিনী গড়ে উঠেছে। বলা বাহুল্য মোগল-নবাবি যুগের ব্যবস্থাপনা ও অবকাঠামোর সঙ্গে এর কিছু পদ-পদবির সাদৃশ্য থাকলেও অবিভক্ত বা অখণ্ড বাংলায় আধুনিক পুলিশের উৎপত্তি ও ক্রমবিকাশ ইংরেজ আমলেই হয়েছিল। উপমহাদেশীয় প্রেক্ষাপটে বিশেষ করে বাংলায় আধুনিক পুলিশের অগ্রযাত্রা ১৮৬১ সালে ‘পুলিশ আইন’ প্রণয়ন ও প্রবর্তনের মধ্য দিয়ে; সময়ের অনিবার্য প্রয়োজনে নানা সংযোজন-বিয়োজন তথা এককথায় পরিবর্তন ও সংস্কার-পুনঃ সংস্কারের ফল আজকের পুলিশিব্যবস্থা বা ব্যবস্থাপনা ও অবকাঠামো। ১৮৬৩ সাল থেকে ১৯৪৭ এর দেশবিভাগকাল পর্যন্ত পূর্ববাংলার তথা আজকের বাংলাদেশের বৃহত্তর জেলাগুলোতে পুলিশি অবকাঠামো ও ব্যবস্থাপনা বিশেষত থানাগুলো কীভাবে এবং কোন্ সব আদেশে একটি থেকে ভেঙে বা অন্যটির সঙ্গে জুড়ে গঠিত হয়েছিল, বহু ঘাত-প্রতিঘাত সহে উনিশ শতক পর্যন্ত জেলা পুলিশের শীর্ষ পদে কারা অধিষ্ঠিত থেকে বাহিনীটিকে একটি দৃঢ় ও স্থায়ী ভিত্তি দিতে ভূমিকা রেখেছিলেন সেসব ঐতিহাসিক খুঁটিনাটি তথ্য সহ অনুরূপ নানা বিষয় উঠে এসেছে গ্রন্থটিতে। বৃহত্তর বাংলা তো বটেই, ব্রিটিশ ভারতের অন্য কোনো একক প্রদেশ নিয়ে এ জাতীয় কোনো গ্রন্থ বাংলা ও ইংরেজি ভাষায় এখন পর্যন্ত প্রণীত হয়েছে বলে জানা যায় না।
Kabedul Islam- জন্ম ১লা জানুয়ারি ১৯৬৪, খুলনায়। বাংলা ভাষা ও সাহিত্যে আশির দশকের গোড়ায় কয়েকটি বিশিষ্ট জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কবিতা ও ছোটগল্প লেখালেখির মধ্য দিয়ে সাহিত্য জগতে আবির্ভূত হন। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থসংখ্যা ৩৫। এর মধ্যে কবিতা ১২, গবেষণা ১২, ছোটগল্প ৫, প্রবন্ধ ৪, ছড়া ১ ও ভূমিবিষয়ক শব্দকোষ ১। তাঁর কিছু উল্লেখযোগ্য গবেষণাকর্মও বর্তমান। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের একজন কর্মকর্তা; বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন যুগ্মসচিব। সেইসূত্রে সপরিবারে ঢাকায় বসবাস; না হলে, ঢাকায় বসবাসে একেবারেই আগ্রহী নন। চাকরিসূত্রে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভারত ভ্রমণ করেছেন। বিবাহিত; স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানকে নিয়ে স্বল্পবিত্তের সুখী জীবনযাপন। প্রিয় ও একমাত্র শখ ও নেশা বইপড়া, বইকেনা ও বইসংগ্রহ। সুলভ-দুষ্প্রাপ্য মিলিয়ে তার ব্যক্তিগত গ্রন্থাগারে এ পর্যন্ত ৮ হাজারের বেশি বই সংগৃহীত হয়েছে। এর মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য এবং উপমহাদেশীয় ইতিহাসের বইই সর্বাধিক। বেশ কিছু আকরগ্রন্থ রয়েছে তার সংগ্রহে। প্রিয় স্থান নিজ বাসগৃহ। ঘোরাঘুরি পছন্দ করেন একমাত্র বইপাড়ায় ও বইয়ের দোকানগুলোতে।