"মাস্টারিং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট-২য় খণ্ড" আউটসাের্সিং এর মাধ্যমে ইন্টারনেটে অর্থ উপার্জন এখন আর অমূলক কোন ব্যাপার নহে। বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বর্তমানে গড়ে প্রতিদিন ১ কোটি টাকা অর্থ উপার্জন করে থাকে, আউটসাের্সিং বা ফিল্যান্সিং এর মাধ্যমে, অন্তত ৫০০টি সহজ উপায়ে আউটসাের্সিং করা সম্ভাব। মনে করুন, আপনি কম্পিউটারে শুধুমাত্র মাউস ক্লিক করতে পারেন, ব্যাস। আপনার জন্য কাজ রয়েছে। মনে করুন, শুধুমাত্র টাইপ করতে পারেন, বাপরে বাপ আপনার জন্য রয়েছে ডাটা এন্ট্রির কাজ। গ্রাফিক্স জানলে আরও ভাল, যদি ভালভাবে প্রােফেশনালে লেভেলের ওয়েব পেজ ডিজাইন কাতে জানেন, তবে আপনার জন্য রয়েছে আরও সম্ভাবনা। এছাড়াও ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, SEO ইত্যাদি অসংখ্য উপায় রয়েছে আউটসাের্সিং এর জন্য। ভবিষ্যতে যারা আন্তর্জাতিক মানের ওয়েব পেজ ডেভেলপ করতে চান বা ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে চান তাদের একটি শক্ত ভিতের কথা মাথায় রেখে লেখা রয়েছে এই বইটি। মােট ৩টি পার্টের মধ্যে এটি হচ্ছে দ্বিতীয় পর্টি। বাকি ১ পার্ট আশারাখি খুব শীঘ্রই আপনাদের হাতে দিতে পারব। এই বইয়ের Content হচ্ছে PHP5 and MySql, XML, XSLT, Ajax, Jquary, Wordpress Joomla, Dreamweaver, C# and ASP.NET এবং যথারীতি সাথে রয়েছে Profesional Project আশা করি সবাই উপকৃত হবেন।
অভিনেতা হিসেবে সুখ্যাতি কুড়ানো বাপ্পি আশরাফ কর্মজীবনে শুধু অভিনয়ই করে যাননি, সুনাম কুড়িয়েছেন লেখালেখির মাধ্যমেও। টেলিভিশন মিডিয়ার কল্যাণে আমরা প্রায় সবাই-ই চিনি এই অভিনয়শিল্পীকে, বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন নাটক, টিভি সিরিয়াল, টেলিফিল্ম ও সিনেমায় তার সরব উপস্থিতি ও মানসম্পন্ন অভিনয়ের জন্য। বিশেষ করে 'কমন জেন্ডার' ও মোস্তফা সরয়ার ফারুকীর 'থার্ড পারসন সিংগুলার নাম্বার' এই দুটি চলচ্চিত্রে তাঁর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। গুণী এই অভিনেতা ও লেখক জন্মগ্রহণ করেছেন কুষ্টিয়া জেলার মিলপাড়ায়, যার ফলে তার শৈশব কেটেছে গড়াই নদীর সুন্দর চর এলাকায়। তবে বাবার সরকারি চাকরির কারণে বেশি দিন এক জায়গায় থাকা হয়নি তার। বাবার সাথে ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলে। আর তিনি শিক্ষাজীবন অতিবাহিত করেছেন ঝিনাইদহের গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ও কে. সি. কলেজে। স্কুল ও কলেজ পাশ করার পর তিনি ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং সেখান থেকেই স্নাতক সম্পন্ন করেন। এছাড়াও তিনি আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুলের একাদশ ব্যাচের ছাত্র, যেখানে তিনি নিয়েছেন অভিনয়ের পাঠ। কম্পিউটারের বিভিন্ন কাজের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন এবং বর্তমানে তিনি 'নোভা কম্পিউটার' এর স্বত্বাধিকারী। এরই ধারাবাহিকতায় বাপ্পি আশরাফ এর বই সমূহ এর প্রায় সবগুলোই কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রচিত। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ফটোশপ ইত্যাদি বিষয়ে তিনি দক্ষতা রাখেন এবং এসকল বিষয়ে অন্যদের সম্যক ধারণা দিতেই তিনি তার বইগুলো রচনা করেছেন। বাপ্পি আশরাফ এর বই সমগ্র এর মধ্যে 'মাস্টারিং এক্সেল এক্সপি-২০০৩', 'কমপ্লিট এডোবি ফটোশপ', 'ওয়েব পেজ ডিজাইন (HTML) কম্পিউটারে হাতেখড়ি', 'এডোবি প্রিমিয়ার প্রো সিএস ৬', 'মাস্টারিং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট', 'উইন্ডোজ ৮ এন্ড ৭', 'কোয়ার্ক এক্সপ্রেস-৭' ইত্যাদি উল্লেখযোগ্য। অভিনয় ও কম্পিউটার নিয়ে লেখালেখি করেই বেশ কেটে যাচ্ছে বাপ্পি আশরাফের কর্মজীবন।