"মোদের গরব মোদের আশা শুদ্ধ শিখি বাংলাভাষা"বইটির দ্বিতীয় সংস্করণের ভূমিকা: তােমরা সবাই জানাে, আমরা প্রতিবছর একুশে ফেব্রুয়ারি কেন পালন করি। ষােল ডিসেম্বর যেমন আমাদের দেশের স্বাধীনতা দিবস, তেমনি আমাদের ভাষার স্বাধীনতা দিবস বলা যেতে পারে একশে ফেব্রুয়ারি। সেদিন আমাদের মাতৃভাষাকে কেড়ে নেবার যে চেষ্টা করেছিল পশ্চিম পাকিস্তানিরা; তার প্রতিবাদ জানাতে গিয়ে শহিদ হয়েছে বাংলা মায়ের বীরসন্তান সালাম-বরকতসহ আরাে অনেকে। পাকিস্তানিরা পারেনি সেদিন। মায়ের ভাষাকে কেড়ে নেয়া এতাে সহজ নয়। জাতিসংঘ আমাদের এই ভাষার লড়াইকে স্বীকৃতি দিয়েছে, দিয়েছে মর্যাদা। একুশে ফেব্রুযারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হচ্ছে সারা পৃথিবীতে। | এ আমাদের বাংলা ভাষার অহঙ্কার, বাঙালির গর্ব। যে বাংলা ভাষা নিয়ে আমাদের এতাে অহঙ্কার সে ভাষায় যদি আমরা শুদ্ধ কথা বলতে না-পারি, শুদ্ধ করে লিখতে না-পারি, তাহলে লজ্জার কী আর শেষ আছে? আমাদের প্রাণের প্রিয় মাতৃভাষায় তােমরা যেন শুদ্ধ করে লিখতে পারাে, বলতে পারাে সে-জন্যই এই মােদের গরব মােদের আশা শুদ্ধ শিখি বাংলা ভাষা ছােট বন্ধুরা, বাংলা ভাষা এলাে কোথা থেকে, কোন ধ্বনির কেমন উচ্চারণ হবে, শব্দের বানান কিভাবে সঠিক লিখবে, ব্যাকরণের সংজ্ঞাগুলাে কেমন, যুক্তবর্ণ চিনবে কিভাবে, কোথায় বসবে দাড়ি-কমা ইত্যাদি অনেক কিছু কিন্তু খুব প্রয়ােজনীয় বিষয়গুলাে জানতে হলে এই বইটি তােমাদের পড়া দরকার । আমার বিশ্বাস, শুদ্ধ করে বাংলা শেখার জন্য বইটি তােমাদের কাজে লাগবে । | প্রায় দশ বৎসর পর বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ পাচ্ছে এজন্য সবাইকে একুশের শুভেচ্ছা এবং গত সংস্করণের কিছু অপ্রত্যাশিত ভুল এ সুযােগে শুদ্ধ করা হল, সংযােজনও করা হল নতুন কিছু বিষয়।
সৌরভ সিকদার (সিকদার মনােয়ার মুর্শেদ)।। জন্ম ১৯৬৫ সালে, নড়াইল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা ও লেখালেখি তার কর্মপরিসর।। সাহিত্যের প্রায় সব শাখাতেই বিচরণ। তিন দশক ধরে এদেশের আদিবাসীদের ভাষা-সংস্কৃতি-শিক্ষা ও অধিকার নিয়ে কাজ করছেন। গবেষণার প্রধান ক্ষেত্র হচ্ছে ভাষাবিজ্ঞান, বাংলা ভাষা এবং আদিবাসী ভাষা-সংস্কৃতি। লেখালেখি করেন জাতীয় দৈনিকসমূহে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের বাংলাদেশের প্রথম নৃ-ভাষাবৈজ্ঞানিক জরিপের তিনি অন্যতম পরামর্শক-গবেষক প্রকাশিত গবেষণা, উপন্যাস, গল্প, কবিতা মিলিয়ে গ্রন্থের সংখ্যা ত্রিশ। তার প্রথম উপন্যাস পিছুটান (১৯৯৮), গল্পগ্রন্থ জোস্রাহত (২০০৯)। কবিতা- নক্ষত্র জানেনা কক্ষপথ কতদূর (২০১৭)। প্রকাশিত উল্লেখযােগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- বানান অভিধান ও বাংলা বানানের নিয়ম (১৯৯৯), ভাষাবিজ্ঞানের ভূমিকা ও বাংলা ভাষা (২০০২), সংক্ষিপ্ত বাংলা ভাষা ও সাহিত্য কোষ (২০০৩), বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস (২০০৪), সাঁওতালি ও ওঁরাও ভাষা (২০০৫), বাংলা ভাষায় নারীর শব্দাভিধান (২০০৯), বাংলাদেশের আদিবাসী ভাষা (২০১১) এবং বাংলা ভাষা ও বাংলাদেশের ভাষা (২০১৪)।। দুই কন্যা চর্যা ও চারু। স্ত্রী রােকসানা হােসেন মুন্নী নজরুল সংগীত শিল্পী।