ভূমিকা বঙ্কিম-সরণী তত্ত্ব-প্রণোদিত গ্রন্থ নয়, বঙ্কিম-সাহিত্য পাঠে লেখকের আনন্দের প্রকাশ মাত্র। অর্থাৎ বইখানা লেখকের নিতান্ত ব্যক্তিগত অনুভূতি ও উপলব্ধির ফল। তবে সাহিত্যিক অনুভূতি ও উপলব্ধি ব্যক্তি থেকে উদ্ভূত হলেও তার আবেদন সর্বজনীন হ'তে বাধা নেই। বঙ্কিম-সরণী প'ড়ে কোন পাঠকের যদি আর একবার বঙ্কিম-সাহিত্য পাঠ করতে ইচ্ছা যায় তবে লেখকের প্রচেষ্টা সার্থক হয়েছে বলতে হবে। এক হিসাবে এ ভূমিকাটুকু অনাবশ্যক, যেহেতু ভূমিকায় যা বলা চলে ফলশ্রুতি অধ্যায়ে তা বলা হয়েছে। বঙ্কিম-সরণী রচনার প্রত্যক্ষ কারণ, বঙ্কিমচন্দ্রের কাছে লেখকের প্রভূত ঋণের সুদের সামান্য অংশ পরিশোধ ; আসল পরিশোধনীয় নয়। অবশ্য একটা পরোক্ষ কারণ আছে বটে। আমার সুহৃদ দিল্লী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-অধ্যাপক শ্রীরবীন্দ্রকুমার দাশগুপ্ত ‘কথাসাহিত্যে' বঙ্কিম-জীবনী লিখতে আরম্ভ করলে অনেকেই আশ্বস্ত হয়েছিল—এতদিনে বঙ্কিমচন্দ্রের একখানা নির্ভরযোগ্য জীবনী পাওয়া যাবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তাঁর কলম কালিদাসের মেঘের চেয়েও মন্থরতর। এই অহৈতুক বিলম্ব বঙ্কিম-সরণী রচনার পরক্ষ করণ। দেখা যাচ্ছে যে ঈশপের গল্পের বাইরেও কখনো কখনো কচ্ছপ ছাড়িয়ে চলে যায় শশককে। সুহাদের এই অনুযোগেও যে রবীন্দ্রবাবুর কলম ত্বরান্বিত হয়ে উঠবে এমন ভরসা নেই। বঙ্কিম-সরণী রচনাকালে যাঁদের নিত্য সান্নিধ্য লেখকের উৎসাহে ও চিন্তায় ইন্ধন বুগিয়েছে, তাঁদের মধ্যে অধ্যাপক শ্রীপ্রবোধচন্দ্র ঘোষ ও অধ্যাপক শ্রীজিতেন্দ্রনাথ চক্রবর্তীর নাম সব চেয়ে বেশি মনে পড়ছে। এ জাতীয় বইয়ের লেখকের পক্ষে এ রকম সাহচর্য অত্যাবশ্যক। এই সঙ্গে দেশ পত্রিকার সুযোগ্য সহকারী সম্পাদক শ্রীসাগরময় ঘোষের উল্লেখ আবশ্যক, তাঁর চেষ্টাতেই বঙ্কিম-সরণী দেশ পত্রিকায় ধারাবাহিকতা লাভ করতে সক্ষম হয়েছে। ভগবান এঁদের সকলের মঙ্গল করুন।
প্রমথনাথ বিশী ( Pramathanath Bishi, ১১ জুন ১৯০১ - ১০ মে ১৯৮৫) একজন লেখক, শিক্ষাবিদ ও অধ্যাপক। তিনি ১৯৬২-৬৮ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন এবং ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। ১৯০১ খ্রীষ্টাব্দের ১১ই জুন নাটোর জেলার জোয়াড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। জমিদার পরিবারে জন্ম। পিতা নলিনীনাথ বিশী ও মাতা সরোজবাসিনী দেবী, স্ত্রী সুরুচি দেবী। ১৯১০ সালে শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। সেখানে এক নাগাড়ে সতের বছর অধ্যয়ন। মেধা, প্রখর বুদ্ধি, অধ্যয়ননিষ্ঠা, কবি-প্রতিভা ইত্যাদি গুণাবলির জন্য রবীন্দ্রনাথের স্নেহ লাভ। তিনি কেরী সাহেবের মুন্সী বইটির জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ১০মে, ১৯৮৫ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।এছাড়াও প্রমথনাথ বিশী আনন্দ পুরষ্কার এ ভূষিত হয়েছেন ।