টেলিগ্রামটার ওপর চোখ বুলিয়েই পকেটে পুরে ফেললেন রবি শাস্ত্রী। ভারতের অনূর্ধ্ব ২৫ দলের অধিনায়ক রবি শাস্ত্রীকে সেই মুহূর্তে বড় বেশি গম্ভীর মনে হল। আড়চোখে তাকালেন পাশে বসা ছেলেটির দিকে। সে অবাক হয়ে তাঁর দিকে তাকিয়ে আছে। —কী হল? অমন করে তাকিয়ে আছো কেন ? —টেলিগ্রামটায় মনে হলো আমার নাম লেখা ! রবি শাস্ত্রী আরও গম্ভীর। শান্ত গলায় বললেন,—তাতে কী? –না, মানে জানতে চাইছি টেলিগ্রামটা আমার কিনা! রবি শাস্ত্রী বুঝলেন, টেলিগ্রামটা ওকে দিতেই হবে। তা না হলে ওর কাছ থেকে ওর স্বাভাবিক খেলা বের করা যাবে না। পাকিস্তান সফরটা ওর কান ঘেঁষে বেরিয়ে গেছে। ইংলন্ড ভারতে খেলতে এসেছে। এই ম্যাচটায় ভালো খেলতে পারলে ছেলেটার পক্ষে জাতীয় দলে ঢোকা সহজ হবে। এই ম্যাচটা ছেলেটির জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তার জন্যে দরকার একটি নিটোল ইনিংস খেলার। রবি শাস্ত্রী তাই চান না, মাঠে নামার আগে ছেলেটির মন বিক্ষিপ্ত হয়ে উঠুক। হয়তো ব্যাট না করে চলে যেতে চাইবে। তাই টেলিগ্রামটা ওকে দেখাতে চাননি। এখন আর উপায় নেই। যার নামে টেলিগ্রাম সে যদি পড়তে চায়, তাহলে তাকে সেটা দিতেই হবে। দলনেতাকে চুপ করে থাকতে দেখে ছেলেটি আবার বললো,— টেলিগ্রামটা আমার নামে এসেছে তো—দিন। রবি শাস্ত্রী পকেট থেকে বের করে টেলিগ্রামটি ছেলেটার হাতে তুলে দিলেন। টেলিগ্রামে লেখা আছে, দাদু খুবই অসুস্থ। শিগগির চলে এসো।
জন্ম ১৯৪৪ সালের ১০ অগস্ট ২৪ পরগনা জেলার টাকিতে। পড়াশোনা টাকি সরকারি উচ্চ বিদ্যালয়, টাকি সরকারি কলেজ ও কলকাতায়। কলেজে পড়ায় সময়ই দৈনিক বসুমতীতে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু। পরে যুগান্তর পত্রিকায় যোগ দেন। যুগান্তরের ক্রীড়া সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। যুগান্তরের বার্তা সম্পাদকের দায়িত্বও তাঁকে নিতে হয়েছিল। ক্রিকেট খেলোয়াড় হিসেবেও এক সময় সাড়া জাগিয়েছিলেন। খেলতেন এরিয়ান্স ক্লাবে। কিন্তু খেলার সময় পড়ে গিয়ে অকালে ব্যাট-গ্লাভস তুলে রাখতে হয়। মাঠ ছাড়লেও খেলা তাঁকে ছাড়েনি। তার প্রমাণ তাঁর লেখা অজস্র খেলার বই। প্রথম লেখা ছাপা হয় আনন্দবাজার পত্রিকায় পাঁচ বছর বয়সে। প্রথম বই ‘ক্রিকেট খেলার আইন-কানুন' বেরোয় ষোলো বছর বয়েসে। তারপর থেকে আর কোনোদিন তাঁকে পেছনে তাকাতে হয়নি। তাঁর লেখা বইয়ের সংখ্যা একশো ছুঁই-ছুঁই। বিষয়- বৈচিত্রই তাঁর লেখার প্রধান আকর্ষণ । খেলার বই ছাড়া তাঁর লেখা ছোটো ও বড়োদের উপন্যাস, ভ্রমণ কাহিনি, রহস্য কাহিনি, অনুবাদ, গল্পগ্রন্থ এবং জীবনী পাঠক মহলে সাড়া জাগিয়েছে।