Subodh Sorkar-এর জন্ম ২৮ অক্টোবর, ১৯৫৮। কবিতা লিখতে এসেছিলেন এমন এক শরণার্থী পরিবার থেকে যেখানে কোনো কবিতা ছিল না। এ পর্যন্ত লিখেছেন ২৬টি কবিতার বই যার মধ্যে আছে— ঋক্ষ মেষ কথা, একা নরকগামী, ছিঃ, ভালো জায়গাটা কোথায়? মণিপুরের মা, চোদ্দো নম্বর ডেডবডি, দ্বৈপায়ন হ্রদের ধারে, একটু আসছি রোরোকে দেখো, ঢপের চপ—যা বাংলা কবিতার সাম্প্রতিক ইতিহাসে এক-একটি থাপ্পড়। ভারতীয় কবিতার পত্রিকা ‘ভাষানগর’-এর সম্পাদক যা তিনি কবি মল্লিকা সেনগুপ্তের সঙ্গে ২৫ বছর আগে শুরু করেছিলেন। দিল্লিতে সাহিত্য আকাডেমির ইংরেজি পত্রিকা ‘ইন্ডিয়ান লিটারেচার’ সম্পাদনা করেছেন। স্ত্রী মল্লিকা যখন হাসপাতালে ভরতি, তিনি দিল্লির কাজ ছেড়ে দিয়ে কলকাতার সিটি কলেজে ফিরে এলেন ক্লাস নিতে। কবিতা পড়তে গিয়েছেন আমেরিকা, ফ্রান্স, গ্রিস, জার্মানি, তাইওয়ান, রাশিয়া, ইস্তানবুল, কানাডা। কোনো পুরস্কার পাননি।। হা হা হা। ভুল হল একটা পেয়েছিলেন কী যেন নাম? বাংলা আকাদেমির অনিতা-সুনীল। ছেলে রোরোকে নিয়ে টালিগঞ্জ সিরিটি শ্মশানের কাছে থাকেন।