ভূমিকা আমার লেকা উইন্ডোজ ২০০০ সার্ভার এডমিনিস্ট্রেশন গা্ইড বইটি অনেক দিন যাবৎ বাজারে নেই। সেটির সংস্করণ শেষ হয়ে যাওয়ার পর প্রকাশক মহোদয় নিরন্তর তাগাদা দিয়ে চলেছেন সেটির পরবর্তী সংস্করণ করে দেয়ার জন্য। সেটি করা সম্ভব হয়ে ওঠেনি আমারই জন্য, নিরন্তর ব্যস্ততার কারণে।
ইতোমধ্যে মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার ২০০৩ রিলিজ হয়েছে, এবং তার পরে সর্বশেষ সার্ভার ভার্সন উইন্ডোজ সার্ভার ২০০৮ এসেছে। উইন্ডোজ ২০০০ সার্ভার থেকে উইন্ডোজ সার্ভার ২০০৮ এর পার্থক্য অনেক বেশি বিধায় আগের বইকে সংশোধন পরিমার্জন করলেই হতো না। আবার উইন্ডোজ সার্ভার ২০০৩ ও উইন্ডোজ সার্ভার ২০০৮ এর মধ্যেও বিস্তর ফারাক। তাই শুধু উইন্ডোজ সার্ভার ২০০৮ এর উপরে নূতন লেখার সিদ্ধান্ত নেই। কিন্তু উইন্ডোজ সার্ভার ২০০৮ এর ফিচারসমূহ এতো ব্যাপক যে কোনটি ছেড়ে কোনটি এ পুস্তকে প্রাধান্য পাবে তা নির্ণয় করা অনেকক্ষেত্রেই কঠিন হয়ে পড়েছে। অবশেষে পুস্তকের আকার ও বিভিন্ন বিষয়ের গুরুত্ব বিবেচনা করে এ পুস্তকে এমনসব বিষয় সন্নিবেশ করা হয়েছে যা জেনে পাঠক উইন্ডোজ সার্ভার ২০০৮ ব্যবহার করতে শিখবে। এর আরো অগ্রসর অনেক বিষয় রয়েছে, যেসব একটিভ ডিরেক্টরি পরিকল্পনা ও বাস্তবায়ন, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ, অগ্রসর নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ, সার্ভার ভার্চুয়ালাইজেশন, ইত্যাদি এখানে আলোচনা করা হয় নি। এ পুস্তক পাঠ করে একবার উইন্ডোজ সার্ভার ২০০৮ ব্যবহার করতে শিখলে সেসব বিষয়ও কিছুদিনের মধ্যই বুঝে উঠতে পারবেন বলে আশা করছি।
সুহৃদ সরকার ঢাকা ১৫ মে ২০০৯
সূচিপত্র * উইন্ডোজ সার্ভার ২০০৮ পরিচিতি * ইনস্টলেশনের প্রস্তুতি ও ইনস্টলেশন প্রক্রিয়া * সার্ভার কনফিগার করা * উইন্ডোজ সার্ভার ২০০৮ নেটওয়ার্কিং সেটআপ ও ব্যবস্থাপনা * একটিভ ডিরেক্টরির ব্যবহার * ইন্টারনেট সার্ভিস ও যোগাযোগ ব্যবস্থা * ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস ৭ * ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কিং * টার্মিনাল সার্ভিসেস ও রিমোট ডেস্কটপ * স্টোরেজ ও ফাইল সিস্টেম ব্যবস্থাপনা * ফাইল সার্ভার রিসোর্স ও ব্যাকআপ ব্যবস্থাপনা * প্রিন্টিং ও ফ্যাক্স সার্ভিস * উইন্ডোজ সার্ভার ২০০৮ ব্যবস্থাপনা * উইন্ডোজ সার্ভার ২০০৮ নিরাপত্তা
সুহৃদ সরকার, জনপ্রিয় তথ্যপ্রযুক্তি বিষয়ক লেখক ও অনুবাদক। লেখালেখির আগ্রহ ছোটবেলা থেকেই, প্রথম লেখা ছাপা হয় শিশু পত্রিকায়, ১৯৮৫ সালে। তারপর লিখেছেন কবিতা, গল্প, প্রবন্ধ। ধর্ম-বিজ্ঞান-দর্শন থেকে সাহিত্য-সংস্কৃতি-শিল্প সববিষয়েই তার সমান আগ্রহ। পড়াশোনা করেছেন মেরিন ইঞ্জিনিয়ারিঙে, জাহাজেও ছিলেন বছর দুয়েক। কম্পিউটার নেটওয়ার্কিং ও প্রোগ্রামিং বিষয়ে লিখেছেন দুডজন বই, যার কয়েকটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিকভাবে - ইংরেজিতে। একটি অনূদিত হয়েছে স্প্যানিশ ভাষায়। আত্মোন্নয়ন বিষয়ে আগ্রহের ফলে ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন বেশ কিছু চিরায়ত বই। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ত্রিশের অধিক।