"সিসকো নেটওয়াকিং"বইটির ভূমিকা: নেটওয়ার্কিং বিষয়ে আমার লেখা প্রথম বই ছিল এক্সপার্ট নেটওয়ার্কিং। সেটি পাঠক-নন্দিত হয়েছে। এর পঞ্চম সংস্করণ বেরিয়েছে সম্প্রতি। বইটিতে নেটওয়ার্কিঙের মৌলিক ধারণা আলােচনা করা হয়েছিল। সেটি ২০০১ সালে যখন প্রথম প্রকাশিত হয় তখন ওই পুস্তকে আলােচিত বিষয়সমূহ সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসােসিয়েট (CCNA) পরীক্ষায় সহায়তা করত। তবে কালের পরিক্রমায় সিসিএনএ পরীক্ষার উদ্দেশ্য বদলে গেছে, বর্তমানে বেশি জোর দেয়া হয়েছে রাউটার ও সুইচ কনফিগার করার উপর। তাই পাঠকদের পক্ষ থেকে অনেকদিন থেকেই দাবি ছিল সিসিএনএ পরীক্ষা প্রস্তুতিতে সহায়ক হয় এমন কিছু লিখতে। তাঁদের কথা মাথায় রেখেই এই পুস্তক রচনা। সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসােসিয়েট পরীক্ষার প্রস্তুতির জন্য ইংরেজিতে বেশ কিছু বই আছে, যেগুলি সত্যিই পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়তা করতে পারে। তবে বাংলাভাষী অনেকেরই সেসব বিষয় বুঝতে অসুবিধা হয়, আর তাই বাংলায় সেসব বিষয়ের ব্যাখ্যা আশা করেন। এ পুস্তকে সিসিএনএ পরীক্ষার জন্য প্রয়ােজনীয় ধারণাসমূহ প্রাঞ্জলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি তা পাঠকদের কাজে লাগবে। সিসিএনএ পরীক্ষা যেহেতু ইংরেজি ভাষায় হবে তাই ইংরেজি বই পড়া এবং ইংরেজিতে প্রশ্ন বুঝতে পারার ক্ষমতা অবশ্যই থাকতে হবে। তাই কোনাে ইংরেজি গাইড বইয়ের সহপাঠ হিসেবে এই পুস্তক ব্যবহার করার পরামর্শ থাকবে আমার। পাঠকবৃন্দ এটি করবেন বিবেচনায় এই বইয়ে অনুশীলনীর জন্য কোনাে প্রশ্ন যােগ করা হয়নি। বরং গুরুত্ব দেয়া হয়েছে সিসিএনএ পরীক্ষার জন্য আবশ্যিক ধারণাসমূহ সুন্দরভাবে ব্যাখ্যা করায়, যাতে এসব ধারণা পুরাে পরিষ্কার থাকে। সিসকো ইন্টারনেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করে, সুইচ কীভাবে কাজ করে, রাউটার কীভাবে কাজ করে, বিভিন্ন রাউটিং প্রটোকল কীভাবে কাজ করে, বিভিন্ন প্রটোকলের জন্য রাউটার ও সুইচ কীভাবে কনফিগার করতে হয়, ইত্যাদির উপরে বিশদ আলােচনা করা হয়েছে। আশা করি সিসকো নেটওয়ার্কিং বইটি সম্মানিত পাঠকবর্গের চাহিদা পূরণে সমর্থ হবে। বইটির উন্নয়নে পাঠকদের মতামত কাম্য।
সুহৃদ সরকার, জনপ্রিয় তথ্যপ্রযুক্তি বিষয়ক লেখক ও অনুবাদক। লেখালেখির আগ্রহ ছোটবেলা থেকেই, প্রথম লেখা ছাপা হয় শিশু পত্রিকায়, ১৯৮৫ সালে। তারপর লিখেছেন কবিতা, গল্প, প্রবন্ধ। ধর্ম-বিজ্ঞান-দর্শন থেকে সাহিত্য-সংস্কৃতি-শিল্প সববিষয়েই তার সমান আগ্রহ। পড়াশোনা করেছেন মেরিন ইঞ্জিনিয়ারিঙে, জাহাজেও ছিলেন বছর দুয়েক। কম্পিউটার নেটওয়ার্কিং ও প্রোগ্রামিং বিষয়ে লিখেছেন দুডজন বই, যার কয়েকটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিকভাবে - ইংরেজিতে। একটি অনূদিত হয়েছে স্প্যানিশ ভাষায়। আত্মোন্নয়ন বিষয়ে আগ্রহের ফলে ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন বেশ কিছু চিরায়ত বই। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ত্রিশের অধিক।