Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Asaduzzaman Asad books

followers

আসাদুজ্জামান আসাদ

ইতিহাস রচনা ও গবেষণার ক্ষেত্রে আসাদুজ্জামান আসাদ পাঠক মহলে ব্যাপক পরিচিতি পেয়েছেন। উপমহাদেশের সামাজিক, রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের ইতিহাস তাঁর লেখালেখির প্রধান বিষয়। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৫টি। বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী। জন্ম ১৯৬০ সালে নড়াইলে। বাবা আলী আহম্মেদ ভূঁইয়া, মা রিজিয়া বেগম। তিন বছর বয়সে পিতৃহীন। শৈশব ও কৈশাের কেটেছে লােহাগড়া থানার সারােল ও তালবাড়িয়া গ্রামে। যৌবনের শীর্ষ সময় থেকেছেন যশাের শহরে। লেখালেখি করছেন তিন দশক।
একাত্তরের মুক্তিযুদ্ধ জীবনের প্রধান ঘটনা। চিন্তায় ও মননে লালন করেন গ্রামীণ লােকজ সংস্কৃতি | প্রাতিষ্ঠানিক শিক্ষা অসমাপ্ত। কর্মজীবন ব্যাপক বৈচিত্রময়। বর্তমানে ঢাকায় অবস্থান। বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের প্রধান। অপছন্দ কৃত্রিম অহমিকা, উগ্র আধুনিকতা, শহুরে জীবন। রাষ্ট্রীয় প্রশাসন ব্যবস্থার প্রতি তীব্র ক্ষোভ। দেশপ্রেম প্রধান আদর্শ। ঘৃণা করেন। রাজনীতিকদের দল বদল । শ্রদ্ধা করেন মুক্তিযােদ্ধাদের । প্রিয় ব্যক্তিত্ব বঙ্গবন্ধু, নেতাজী ও এস এম সুলতান।
প্রাচীন বাংলা গান ও মঞ্চ নাটকের প্রতি প্রবল আকর্ষণ। রবীন্দ্রনাথের গান আর জীবনানন্দের কবিতায় নিজেকে খুঁজে পান। নজরুলের রচনায় উদ্দীপ্ত হন। হারিয়ে যাওয়া দিন আর পাহাড়ের প্রতি প্রচণ্ড দুর্বলতা। প্রিয় ঋতু বর্ষা। সখ রিক্সায় ঘােরা, ভ্রমণ করা ও কলম কেনা। প্রিয় অনুভূতি শীতের প্রারম্ভে আর বসন্তের আগমনে। সহ্য করতে পারেন না অবজ্ঞা ও অবহেলা। শ্রেষ্ঠ সম্পদ বাল্যকালের স্মৃতি। প্রিয় খেলা ফুটবল। ভালােবাসেন শিমুল, বকুল, অশােক আর কদম ফুল । প্রিয় খাবার পান্তাভাত ও ঝালমুড়ি। সংসার জীবনকে ভাবেন। অন্যরকম বন্দীশালা। ভাগ্য বিশ্বাস করেন না। থাকতে চান। নিভৃতে-একাকী।
| তাঁর উল্লেখযােগ্য গ্রন্থ ও মুক্তিযুদ্ধ ও মিত্রবাহিনী, যশাের জেলার ইতিহাস, একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতন, শিল্পী এস.এম. সুলতান, সশস্ত্র সংগ্রাম, একাত্তরের সন্ধানে, ছােটদের বাংলাদেশ, সাম্প্রদায়িক চিন্তাধারা ও অন্যান্য প্রসঙ্গ, স্বাধীনতা সংগ্রামের পটভূমি, মুক্তির সংগ্রামে বাংলা, মুক্তিযুদ্ধে যশাের, ইতিহাস নির্মাতার মৃত্যু, যুদ্ধ জয়ের প্রস্তুতি বিওসি ঃ উত্তরণের ইতিহাস, অন্যরকম বাংলাদেশ ব্র্যাকের ভূমিকা (ব্র্যাকের ইতিহাস), শিল্পী নিতুন কুন্ডু ও অটবি, পুলিশ আইন ও বাংলাদেশের সংবিধান।

আসাদুজ্জামান আসাদ এর বই সমূহ

(Showing 1 to 37 of 37 items)

Recently Viewed