‘বাংলার রাজনৈতিক ইতিহাস’ গ্রন্থটি মূলত উপমহাদেশ, অবিভক্ত বাংলা এবং স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিপ্লবের ইতিহাস। এই বইতে কয়েকশ বছরের ইতিহাস সংক্ষেপে সন্নিবেশ করা হয়েছে—লেখক যা অত্যন্ত সহজ, সরল ও চমৎকারভাবে তুলে ধরেছেন। মুঘল পূর্ববর্তী শাসনামল, মুঘল আমল, নবাবি আমল, ব্রিটিশ আমল এবং পাকিস্তানি শাসনের বিস্তারিত এই গ্রন্থে মূল উপজীব্য। যেখানে উপমহাদেশের সাধারণ মানুষের আন্দোলন-সংগ্রামের ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে। যেমন: সিপাহি বিদ্রোহ, নীল বিদ্রোহ, তেভাগা আন্দোলন, কৃষক আন্দোলন, সুফিবাদী আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে। এ ছাড়া এই গ্রন্থে পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের বিস্তারিত বর্ণনা করা হয়েছে, যা থেকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের পূর্বসূরিদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী নানা রাজনৈতিক উত্থানপতনের ইতিহাস এই গ্রন্থে পাওয়া যাবে। যেখানে আছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, সেনা অভ্যুত্থান, জিয়া-এরশাদের শাসনামলসহ বিবিধ প্রতিপাদ্য এই গ্রন্থের বিষয়বস্তু। আশা করি পাঠক এখান থেকে বিশেষভাবে বিগত কয়েকশ বছরের ইতিহাস সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন।
ইতিহাস রচনা ও গবেষণার ক্ষেত্রে আসাদুজ্জামান আসাদ পাঠক মহলে ব্যাপক পরিচিতি পেয়েছেন। উপমহাদেশের সামাজিক, রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের ইতিহাস তাঁর লেখালেখির প্রধান বিষয়। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৫টি। বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী। জন্ম ১৯৬০ সালে নড়াইলে। বাবা আলী আহম্মেদ ভূঁইয়া, মা রিজিয়া বেগম। তিন বছর বয়সে পিতৃহীন। শৈশব ও কৈশাের কেটেছে লােহাগড়া থানার সারােল ও তালবাড়িয়া গ্রামে। যৌবনের শীর্ষ সময় থেকেছেন যশাের শহরে। লেখালেখি করছেন তিন দশক। একাত্তরের মুক্তিযুদ্ধ জীবনের প্রধান ঘটনা। চিন্তায় ও মননে লালন করেন গ্রামীণ লােকজ সংস্কৃতি | প্রাতিষ্ঠানিক শিক্ষা অসমাপ্ত। কর্মজীবন ব্যাপক বৈচিত্রময়। বর্তমানে ঢাকায় অবস্থান। বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের প্রধান। অপছন্দ কৃত্রিম অহমিকা, উগ্র আধুনিকতা, শহুরে জীবন। রাষ্ট্রীয় প্রশাসন ব্যবস্থার প্রতি তীব্র ক্ষোভ। দেশপ্রেম প্রধান আদর্শ। ঘৃণা করেন। রাজনীতিকদের দল বদল । শ্রদ্ধা করেন মুক্তিযােদ্ধাদের । প্রিয় ব্যক্তিত্ব বঙ্গবন্ধু, নেতাজী ও এস এম সুলতান। প্রাচীন বাংলা গান ও মঞ্চ নাটকের প্রতি প্রবল আকর্ষণ। রবীন্দ্রনাথের গান আর জীবনানন্দের কবিতায় নিজেকে খুঁজে পান। নজরুলের রচনায় উদ্দীপ্ত হন। হারিয়ে যাওয়া দিন আর পাহাড়ের প্রতি প্রচণ্ড দুর্বলতা। প্রিয় ঋতু বর্ষা। সখ রিক্সায় ঘােরা, ভ্রমণ করা ও কলম কেনা। প্রিয় অনুভূতি শীতের প্রারম্ভে আর বসন্তের আগমনে। সহ্য করতে পারেন না অবজ্ঞা ও অবহেলা। শ্রেষ্ঠ সম্পদ বাল্যকালের স্মৃতি। প্রিয় খেলা ফুটবল। ভালােবাসেন শিমুল, বকুল, অশােক আর কদম ফুল । প্রিয় খাবার পান্তাভাত ও ঝালমুড়ি। সংসার জীবনকে ভাবেন। অন্যরকম বন্দীশালা। ভাগ্য বিশ্বাস করেন না। থাকতে চান। নিভৃতে-একাকী। | তাঁর উল্লেখযােগ্য গ্রন্থ ও মুক্তিযুদ্ধ ও মিত্রবাহিনী, যশাের জেলার ইতিহাস, একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতন, শিল্পী এস.এম. সুলতান, সশস্ত্র সংগ্রাম, একাত্তরের সন্ধানে, ছােটদের বাংলাদেশ, সাম্প্রদায়িক চিন্তাধারা ও অন্যান্য প্রসঙ্গ, স্বাধীনতা সংগ্রামের পটভূমি, মুক্তির সংগ্রামে বাংলা, মুক্তিযুদ্ধে যশাের, ইতিহাস নির্মাতার মৃত্যু, যুদ্ধ জয়ের প্রস্তুতি বিওসি ঃ উত্তরণের ইতিহাস, অন্যরকম বাংলাদেশ ব্র্যাকের ভূমিকা (ব্র্যাকের ইতিহাস), শিল্পী নিতুন কুন্ডু ও অটবি, পুলিশ আইন ও বাংলাদেশের সংবিধান।