প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আফিফা মারজানা
আফিফা মারজানা—নব্বই দশকে ঝালকাঠি জেলায় তার জন্ম। বেড়ে উঠেছেন বরিশাল শহরে। স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে ভর্তি হন মাদরাসায়। কওমী মাদরাসা থেকে তাকমিল (স্নাতকোত্তর) শেষে শিক্ষকতা করেছেন দেশের স্বনামধন্য একাধিক প্রতিষ্ঠানে। ছিলেন প্রাতিষ্ঠানিক গুরুদায়িত্বেও। সে-কথা উল্লেখ করে পরিচিতি ভারী করার সুযোগ থাকলেও, তার মূল পরিচয় স্বীয় লেখনীতে। বই পড়তে ভালোবাসেন ছোটোবেলা থেকেই। ভালোবাসেন দীর্ঘ পাঠলব্ধ জীবনের চিন্তা-বোধ-অনুভূতিকে লেখায় ফুটিয়ে তুলতে। তাই সাংসারিক শত ব্যস্ততা ও কাজের ফাঁকেও লিখে চলেছেন। ‘ইয়াসমীন’ ও ‘গুলমোহর’-এর মতো চমৎকার দুটি বইয়ের লেখিকা তিনি হঠাৎ করে হয়ে ওঠেননি। দেশের প্রথম সারির মাসিক ম্যাগাজিনেও নিয়মিত লিখেছেন একসময়। শুধু নিজ বইয়েই সীমাবদ্ধ থাকেনি তার অভিজ্ঞতা। দীর্ঘদিনের অভিজ্ঞ হস্ত-দৃষ্টে সম্পাদনা ও নিরীক্ষণ করেছেন প্রায় অর্ধ-শতাধিক বই। তবে এ-সবকিছুকে ছাপিয়ে তিনি পুরোদস্তুর সংসারী এক মানবী, তিন সন্তানের সুখী জননী। সন্তানদেরকে আদর্শরূপে গড়ে তোলাই মুখ্য দায়িত্ব বলে মনে করেন তিনি৷ আমরা বিশ্বাস করি, বাংলা সাহিত্যকে দেওয়ার মতো তার মাঝে আরও অনেক সম্ভাবনা আছে। পরবর্তী বইয়ে তিনি গুলমোহর-ইয়াসমীনকেও ছাড়িয়ে যাবেন, সেই প্রত্যাশার সহিত জ্ঞান ও সাহিত্যের জগতে এ-পথচলায় আমরা তার সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।