clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Md. Ataur Rahman books

follower

মোঃ আতাউর রহমান

মোঃ আতাউর রহমান ১৯৭৫ খ্রিস্টাব্দের ১০ নভেম্বর নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার গুল্যাখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ জামাল উদ্দিন অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আর মা মরহুমা সুফিয়া বেগম গৃহিনী ছিলেন। ছয় ভাই—বোন এর মধ্যে তিনি তৃতীয়। স্কুল জীবন থেকে তার লেখালেখির হাতেখড়ি। ইতিপূর্বে “অষ্টাদশীর বিয়ে” নামে তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তার কবিতার মধ্যে যৌতুক, ভেজাল, উত্তরপুরুষ, কষ্টের ফেরিওয়ালা ইত্যাদি অন্যতম, অনবদ্য ও সমাদৃত। তাছাড়া ”100 Features of a Great Company” নামে তার আরো একটি বই প্রকাশিতব্য। মোঃ আতাউর রহমান ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ও পিজিডি করেন। তিনি পেশাগত বিভিন্ন বিষয়— মানবসম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স এ অসংখ্য প্রশিক্ষণ গ্রহণ ও প্রদান করেন। তিনি ১৯৯৮ সালে স্বনামধন্য প্রতিষ্ঠান আজিম গ্রুপের হেড অফিসে চাকুরিতে যোগদান করে আট বছর চাকুরি করেন। অতপর তিনি ক্লিফটন গ্রুপের হেড অফিস এবং এলিট গ্রুপ, ঢাকায় ব্যবস্থাপক— মানবসম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স হিসেবে কাজ করেন। তিনি ২০১০ সালে স্বনামধন্য প্রতিষ্ঠান টি,কে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ম্যাফ সুজ লিঃ এ ব্যবস্থাপক— মানবসম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স হিসেবে যোগদান করে বর্তমানে উপ—মহাব্যবস্থাপক— মানবসম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (BSHRM), চট্টগ্রাম চ্যাপ্টার এর প্রতিষ্ঠাকালীন ভাইস চেয়ারম্যান ও হাতিয়া জনকল্যান সমিতি, চট্টগ্রাম এর কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এলামনাই সোসাইটি, চট্টগ্রাম (BIMASC) এর সাধারণ সম্পাদক ও BSHRM, চট্টগ্রাম চ্যাপ্টার এর কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি BSHRM এর ফেলো সদস্য ও BIMASC এর আজীবন সদস্য। এছাড়াও তিনি UCEP কালুরঘাট অঞ্চলের নিয়োগকর্তা কমিটি, বিকেটিটিসি’র নিয়োগকর্তা কমিটি ও চট্টগ্রাম মহিলা পলিটেকনিক এর নিয়োগকর্তা কমিটির অন্যতম সদস্য।

মোঃ আতাউর রহমান এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed