প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মেহেদী হাসান রিফাত
মেহেদী হাসান রিফাত শিক্ষাগতভাবে ইঞ্জিনিয়ার হলেও তিনি নিজেকে সম্পূর্ণরুপে গড়ে তুলেছেন একজন ডিজিটাল মার্কেটার ও ট্রেইনার হিসেবে। শিক্ষাজীবন চলাকালেই তিনি বেশ কিছু স্বনামধন্য কোম্পানির মার্কেটিং ও ডিজিটাল সেক্টরে কাজ করেন। শুরু থেকেই তার মার্কেটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রতি তুমুল আগ্রহ ছিলো৷ এই আগ্রহের কারনেই পরবর্তীতে শিক্ষা জীবন শেষ নিজেকে পুরোপুরি ডিজিটাল মার্কেটিং এর জগতে সপে দেন। বর্তমানে কাজ করছেন একটি স্বনামধন্য ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্রতিষ্ঠান এর "ডিজিটাল গ্রোথ ম্যানেজার" হিসেবে। এর পাশাপাশি MarkTech Global নামে তার নিজের একটি ডিজিটাল কন্সাল্টান্সি ফার্ম রয়েছে। তার প্রতিটি কাজেই তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে সংযুক্ত রাখার চেষ্টা করেন। তার এই প্রচেষ্টার ফলাফল ২০২৩ সালে এ তার হাত দিয়েই যাত্রা শুরু বাংলাদেশের প্রথম এ.আই ইনফ্লুয়েন্সার "Marvella" এর। এছাড়া তিনি নিজের ফার্মেও সর্বক্ষণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন এবং বিভিন্ন কোম্পানিকে এ.আই সেবা প্রদান করছেন। একজন সফল ডিজিটাল মার্কেটার হওয়ার পাশাপাশি তিনি একজন Licenced NLP Practitioner। এসব কিছুর পাশাপাশি তিনি একজন বইপোকাও বলা চলে। বইয়ের প্রতি তার এই আগ্রহ বেশ নজরে পড়ার মতোই। এ.আই, ডেটা, মার্কেটিং এই সবকিছুকে একসাথে নিয়েই এগিয়ে চলছেন তিনি।