ফেসবুক, অ্যামাজন, এমনকি গুগলকে পিছনে ফেলে, দ্রুততম সময়ের মধ্যে ১০ লক্ষ ইউজারের রেকর্ড ভেঙে দুনিয়া কাঁপিয়ে দেয়া চ্যাটজিপিটির নাম শুনেননি এমন মানুষ কমই আছেন। কিন্তু কি এই জিনিসটি যা রাতারাতি পৃথিবী বদলে দিয়েছে? আর কিভাবেই বা এই জিনিস মানুষের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে? আচ্ছা এবার বলুন তো আজ থেকে প্রায় ১০০ বছর আগেও কেউ কি ভেবেছে এই শতাব্দীতে এসে মানুষের কাজগুলো কোনো রোবট করতে পারবে? যে কাজগুলো মানুষ নিজের বুদ্ধি খাটিয়ে করতো চোখের পলকেই তা আজ Artificial Intelligence দিয়ে করা যাচ্ছে। এমন কোনো সেক্টর বাদ নেই যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ছোয়া পড়েনি। চ্যাটজিপিটি and AI মিলিয়নেয়ার বইটা লিখা হয়ে আপনাকে হাতে ধরে চ্যাটজিপিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শেখাতে, সাথে সংক্ষিপ্ত করে দেখাবে আসলে এগুলো দিয়ে কি কি করা যায়, কীভাবে উপার্জন করা যায়। ফ্রিল্যান্স কাজ, প্যাসিভ ইনকাম সোর্স তৈরী থেকে শুরু করে ব্যবসা পর্যন্ত সব কিছুরই রাস্তা দেখানো হয়েছে এই বইটিতে। কন্টেন্ট বানানো, মার্কেটিং, গবেষণা, কাস্টমারের সাথে যোগাযোগ রাখা ইত্যাদি বিচিত্র সব কেস স্টাডি উদাহরণসহ বাস্তবে করে দেখানো হয়েছে এতে। ইন্টারনেট সংযোগ আর একটা কম্পিউটার নিন, বসে যান এই বইটা নিয়ে। আপনার জন্য আর্থিক সাফল্যের চুড়ায় ওঠার প্রথম ধাপ হতে: পারে: এই: বইটি
মেহেদী হাসান রিফাত শিক্ষাগতভাবে ইঞ্জিনিয়ার হলেও তিনি নিজেকে সম্পূর্ণরুপে গড়ে তুলেছেন একজন ডিজিটাল মার্কেটার ও ট্রেইনার হিসেবে। শিক্ষাজীবন চলাকালেই তিনি বেশ কিছু স্বনামধন্য কোম্পানির মার্কেটিং ও ডিজিটাল সেক্টরে কাজ করেন। শুরু থেকেই তার মার্কেটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রতি তুমুল আগ্রহ ছিলো৷ এই আগ্রহের কারনেই পরবর্তীতে শিক্ষা জীবন শেষ নিজেকে পুরোপুরি ডিজিটাল মার্কেটিং এর জগতে সপে দেন। বর্তমানে কাজ করছেন একটি স্বনামধন্য ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্রতিষ্ঠান এর "ডিজিটাল গ্রোথ ম্যানেজার" হিসেবে। এর পাশাপাশি MarkTech Global নামে তার নিজের একটি ডিজিটাল কন্সাল্টান্সি ফার্ম রয়েছে। তার প্রতিটি কাজেই তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে সংযুক্ত রাখার চেষ্টা করেন। তার এই প্রচেষ্টার ফলাফল ২০২৩ সালে এ তার হাত দিয়েই যাত্রা শুরু বাংলাদেশের প্রথম এ.আই ইনফ্লুয়েন্সার "Marvella" এর। এছাড়া তিনি নিজের ফার্মেও সর্বক্ষণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন এবং বিভিন্ন কোম্পানিকে এ.আই সেবা প্রদান করছেন। একজন সফল ডিজিটাল মার্কেটার হওয়ার পাশাপাশি তিনি একজন Licenced NLP Practitioner। এসব কিছুর পাশাপাশি তিনি একজন বইপোকাও বলা চলে। বইয়ের প্রতি তার এই আগ্রহ বেশ নজরে পড়ার মতোই। এ.আই, ডেটা, মার্কেটিং এই সবকিছুকে একসাথে নিয়েই এগিয়ে চলছেন তিনি।