প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আনিসুর রহমান ফারুক
ড. আনিসুর রহমান ফারুক, জন্ম বাংলাদেশে। পেশায় শিক্ষক। শিক্ষাজীবনে অসাধারণ সাফল্যের অধিকারী, রাষ্ট্রপতিপদকপ্রাপ্ত। তিনি বাংলাদেশে ব্যবসায় প্রশাসনে বিবিএ, এমবিএ সমাপ্ত করে জাপান সরকারের মর্যাদাপূর্ণ মনবুশো স্কলারশিপে হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে ‘উন্নয়ন অর্থনীতি’—তে এমএসসি ডিগ্রি লাভ করেন। ২০১৪ সালে নিউজিল্যান্ডের ক্যানটারবারি বিশ্ববিদ্যালয় থেকে ‘আন্তর্জাতিক উদ্যোগ ও ব্যবসায়’ বিষয়ে পিএইচডি ও ২০২১ সালে ফিনল্যান্ডের Lut University থেকে একই বিষয়ে তিনি দ্বিতীয় ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশের নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ফিনল্যান্ডের University of Vaasa—তে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। গবেষণায় সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বেশ কিছু অ্যাওয়ার্ড: European International Business Academy Best Paper Award 2017, Vaasa Conference on International Business Best Paper Award 2019। তিনি দুটি আন্তর্জাতিক জার্নালের সহযোগী সম্পাদক এবং বেশ কয়েকটি জার্নালের সম্পাদকীয় রিভিউ বোর্ডের সদস্য। আন্তর্জাতিকভাবে খ্যাতনামা জার্নালে তাঁর পঞ্চাশের অধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রকাশনীর ব্যানারে আছে তাঁর বেশ কিছু ব্যতিক্রমী বই। শিক্ষা, শিক্ষকতা ও গবেষণায় সাফল্যের পর একধরনের দায়বোধ থেকেই তাঁর ধর্ম নিয়ে গবেষণা, লেখালেখির শুরু। কোরআন নিয়ে পড়াশোনা করতে গিয়ে এতোটাই আলোড়িত হোন যে, তিনি তাঁর অনুভূতি এবং উপলব্ধির কথা বাংলাভাষাভাষি মানুষের কাছে পৌঁছানোকে নৈতিক দায়িত্ব বলে মনে করেন। একজন বিজ্ঞানমনস্ক গবেষকের চোখ ও মন দিয়ে ধর্মকে বিবেচনা করেন বলে তাঁর দৃষ্টিভঙ্গি উদার।