প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
শেখ বিবি কাউছার
শেখ বিবি কাউছার চট্টগ্রাম জেলার রাউজানে উরকিরচরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম শেখ আবুল কাশেম, মাতা আয়েশা ছিদ্দিকা চৌধুরী। চট্টগ্রাম কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে স্নাতক (সম্মান) ও তেজগাঁও কলেজ (ঢাকা) থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছোটবেলা থেকেই সুফিবাদী ভাবধারা ও পরিবেশে বেড়ে ওঠা। যা তার অন্তরে স্রষ্টার সব সৃষ্টির প্রতি কল্যাণ ও ভালোবাসার বীজ বপন করে। বর্তমানে রাউজানের নোয়াপাড়া ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। তিনি কলেজের গার্লস’ইন রোভার স্কাউট লিডার; সদস্য, দুর্নীতি প্রতিরোধ কমিটি রাউজান; সভাপতি, প্রথম আলো বন্ধুসভা রাউজান; পরিবেশবাদী সংগঠন ‘পিপলস ভয়েস’সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত। স্বামী সৈয়দ আতিকুর রহমানও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত। তাঁদের এক সন্তান সৈয়দ হাসানুজ্জামান। নানা বিষয়ে লিখলেও শিক্ষাভাবনা, বিজ্ঞান, প্রযুক্তি ও সুফিবাদ তাঁর লেখার প্রিয় বিষয়। সত্য ও সুন্দরের সাধনায় সবাই হয়ে উঠুক অনন্য, এই লেখকের চাওয়া। তিনি বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করেন। বই পড়া ও ভ্রমণ তার অন্যতম শখ।