Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Anta Milon books

followers

অন্ত মিলন

জীবন ও যৌবনের কবি অন্ত মিলন। কবি ভালোবাসা এবং বিপ্লবকে তাঁর নিজস্ব চেতনায় বেঁধে কবিতা-র এক ত্রিমাত্রিক শরীর গঠনে - তাঁর সীমাবদ্ধতার কথা জানান দিচ্ছেন পাঠকমহলে অহর্নিশ। মৌলবাদ, উগ্রবাদ, পুঁজিবাদ, আমলাতন্ত্র, পুরুষতন্ত্র, রাজনীতি,- তাঁর কবিতায় এক অকল্পনীয় মাত্রা যোগ করেছে। তিনি ভয়কে জয় করে ভালোবাসার আপাদমস্তক লিপিবদ্ধ করেছেন আঁধারে বসে। তিনি নিজেকে ভেঙেছেন বহুবার। একাধারে সৃষ্টি করেছেন উপন্যাস, গান ছোটগল্প, ও নাটক। এ গেলো সৃষ্টির কথা। সৃষ্টির পাশাপাশি তিনি অভিনয় করেছেন মঞ্চ ও টিভি নাটকে একাধিকবার, করেছেন মডেলিং। পেয়েছেন ভক্ত ও ভালোবাসা। তবুও তিনি বারংবার ছুটে যান বেদনার কাছে। দুঃখের ভেতরে কানামাছি খেলতে খেলতে তিনি সৃষ্টি করেন তাঁর প্রথম কাব্যগ্রন্থ, ' দুঃখের ভেতরে খেলছি কানামাছি ' ( একুশে বই মেলা - ২০০৩) উপন্যাস, ' চন্দনপুর নগর এবং একজন শাহরিয়ার ' (একুশে বই মেলা - ২০০৪) নারীবাদী উপন্যাস, 'কথা ও একটি পাথর নদী' ( ২০০৮ ) 'কথা ও একটি পাথর নদী' উপন্যাসটি প্রতিক্রিয়াশীলদের অযৌক্তিক আন্দোলন ও ২৫৬২ আলেমসহ বিভিন্ন সংগঠনের বিবৃতি এবং কঠোর কর্মসূচির কারণে বাজেয়াপ্ত হয়। তবুও সাহসী কবি থেমে থাকেননি, ২০১৩ একুশে বই মেলায় আরও একটি কাব্যগ্রন্থ ' ডাস্টবিনে একটি জারজ এবং একটি দাঁড় কাকের ঠোঁট ' নিয়ে পাঠকের মুখোমুখি হন। এরপর দীর্ঘ নয় বছর কবিতা-র নিখুঁত পোস্টমর্টেম করে তিনি কবিতাকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। অতঃপর, (একুশে বই মেলা ২০২৩) বের হয় তাঁর সর্বাধিক বিক্রিত কাব্যগ্রন্থ ‘হৃৎপিণ্ডের বনভোজন’। আর এবার পাঠকের মুখোমুখি হলেন, অশুভ আঁধারে এক দীপ্তিমান উপন্যাস ‘নায়রা’ নিয়ে। নায়রা বেঁচে থাকুক প্রতিক্রিয়াশীল অশুভ জনগোষ্ঠীর মাঝে এক জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে হাজার বছর।

অন্ত মিলন এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed