প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ময়নুল ইসলাম
জন্ম : ১৯৮২। জন্মস্থান : নওগাঁ। লেখালেখির যাত্রা নাটকীয়ভাবে! ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বর্ষে পড়ার সময় আমার অত্যন্ত প্রিয় এক রমণীকে একুশের বইমেলায় চমকে দিতে মাত্র ২১ দিনে লিখেছিলাম প্রথম উপন্যাস ‘মহামুক্তি’! সেটি একুশে বইমেলা ২০০৪ এ প্রকাশিত হওয়ার পর শুধু প্রিয় রমণীই খুশি হননি! লেখাটি সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মেন্টর মহোদয়ের হাতে পড়ে। তিনি আমাকে ডেকে লেখাটির শব্দের গাঁথুনি, লেখার স্বতন্ত্র স্বরূপ এবং অন্যান্য বহুবিধ বিষয় নিয়ে দিয়েছিলেন কিছু মূল্যবান উপদেশ! তাঁর উপদেশ মেনে বিষয়গুলোকে আত্বস্থ করতে আমাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় ২০ বছর। এ সময়ে বিশ্বের বিভিন্ন অঙ্গনের কবি-সাহিত্যিকের লেখা পাঠ করেছি। একই সাথে এভিয়েশন ইন্ডাস্ট্রি ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত থাকার সুবাদে আমার বিশ্বের বহু দেশ-বিদেশ ভ্রমণের সুযোগ হয়েছে। লেখাগুলোতে সেই অভিজ্ঞতালব্দ বিষয়াবলির সন্নিবেশ ঘটানোর একটি প্রচেষ্টা ছিল ! একুশে বইমেলায় ২০২৪-এ প্রকাশনা সংস্থা বাবুই থেকে কাব্যগ্রন্থ ‘একটা ফুঁ দিয়ে দাও’ এবং প্রতিবিম্ব প্রকাশনী থেকে ‘কবিতা নয়, কথামালা’ আলোর মুখ দেখছে! আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র! জীবনকে সাহিত্যের চোখে দেখে কলমের আঁচড়ে পাঠকের পাঠ-উপযোগী করার জন্য যে পরিমাণ মেধা বা জ্ঞানের প্রয়োজন তা এখনো অর্জিত হয়নি! চল্লিশ পেরুনোর পর শেখার তাড়না থেকেই যা লিখছি সেগুলোর খসড়া খাতায় লিপিবদ্ধ করার জন্যই মূলত এই ক্ষুদ্র প্রয়াস!