প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সামিমুন নাহার হুসনু
জন্ম: কবি সামিমুন নাহার হুসনু, বাবা মরহুম মো: মাসুদ এবং মা মরহুম আলিমা খাতুন চৌধুরী। কবি সামিমুন নাহার হুসনু কুমিল্লার উত্তর চর্থা, এক সম্ভ্রান্ত পরিবারে ২৮ আগস্ট তারিখে জন্মগ্রহণ করেন। শৈশব কেটেছে কুমিল্লায়। পড়ালেখা: কবি পড়ালেখা করেছেন চট্রগ্রামে। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে অনার্সসহ মাষ্টার্স করেছেন। ব্যক্তিগত জীবন: বর্তমানে ঢাকায় স্বামী-ইন্জিনিয়ার মঈনুল আহসানের সাথে স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁর মেয়ে সৈয়দা রুবাইয়া মঈন তৃণা অষ্ট্রেলিয়াতে পিএইচডি করে সেখানেই বসবাস করছে। সাহিত্যচর্চা: ছোটবেলা থেকেই লেখালেখির সাথে জড়িত। তিনি ছোটগল্প, উপন্যাস এবং কবিতা লিখতে ভালোবাসেন। অমর একুশে বই মেলা-২০২৩ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘সরোবরে ফুটে পদ্ম’ প্রকাশিত হয়েছে। তাছাড়া তিনি একজন রন্ধনশিল্পীও বটে। রান্নার প্রতি রয়েছে তার আজন্ম সখ। এই সখকে সবার মধ্যে ছড়িয়ে দিতে তিনি এবারে’ ‘হুসনু রেসিপি’ নামে একটি রান্নার বই রচনা করেছেন। বইটি অত্যন্ত সহজ, সরল ও প্রাজ্ঞল ভাষায় লিখেছেন। রন্ধন প্রিয় মানুষের জন্য বইটি উপযোগী হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। বইটি পাঠক মহলে ব্যাপকভাবে আলোড়িত হোক। কবির জন্য শুভ কামনা।