Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Hamid Mollah books

follower

হামিদ মোল্লা

নিরলস সাহিত্য-সেবক ও প্রাবন্ধিক অধ্যাপক আব্দুল হামিদ (কলমী নাম: হামিদ মোল্লা) ১৯৫২ সালে সাতক্ষীরা সদরের অদূরে অবস্থিত নিভৃত পল্লী দামারপোতা গ্রামের এক শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন । বিদ্বানুরাগী পিতা জেহের আলী মোল্যা ও মাতা রামিসা খাতুন শিশুকালে পোলিও রোগে আক্রান্ত ও শারীরিক প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অত্যন্ত চিন্তাগ্রস্থ হয়ে পড়েন । দূরদৃষ্টি সম্পন্ন একান্নবর্তী দাদা (পিতামহের সহোদর ভাই) আলহাজ্ব ওয়াহেদ আলী মোল্যা সাহেবের স্নেহানুকূল্যে ও প্রত্যক্ষ সহযোগিতায় বালক আব্দুল হামিদ গৃহ শিক্ষকের কাছেই তৃতীয় শ্রেণীর পাঠ শেষে এতদঞ্চলের অন্যতম প্রাচীনতম বিদ্যায়তন জি.এন. সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তৎপরবর্তীতে সাতক্ষীরা প্রাণনাথ (পি.এন) হাই স্কুল থেকে ১৯৭০ সালে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে এস.এস.সি. পরীক্ষায় উত্তীর্ণ হন । তিনি সাতক্ষীরা কলেজ থেকে প্রথম বিভাগে এইচ.এস.সি. পরীক্ষায়ও উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী ভাষা ও সাহিত্যে অনার্স সহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন । তিনি ১৯৮২ সালে বি.সি.এস. (শিক্ষা) ক্যাডারে সরকারী কলেজের অধ্যাপনার কাজে নিয়োজিত হন । হামিদ মোল্লা ঐতিহ্যবাহী সরকারী আজম খান কমার্স কলেজ (খুলনা), সাতক্ষীরা সরকারী কলেজ, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজ সহ দীর্ঘ সময় বেশ কয়েকটা সরকারী কলেজে ইংরেজী ভাষা ও সাহিত্যের অধ্যাপনা করে সর্বশেষে প্রিন্সিপাল হিসেবে অবসর গ্রহণ করেন । অদ্যাবধি তিনি জ্ঞান তৃঞ্চা নিবারণে সচেষ্ট । সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে তিনি সদা-সর্বদা নিবেদিত প্রাণ । ‘বই-পোকা’ অধ্যাপক আব্দুল হামিদ উদারতা ও অহিংস চিন্তার অধিকারী ব্যক্তিত্ব হিসেবে সুশীল সমাজে সমাধিক সমাদৃত । ইংরেজী সাহিত্য চর্চা ছাড়াও তিনি তাঁর সহোদর (অগ্রজ) অধ্যাপক আব্দুল মান্নান (অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান, সরকারী বি.এল. কলেজ)-এর মত বাংলা সাহিত্যেরও অন্যতম গবেষক । তিনি রবীন্দ্র ও ক্লাসিক সাহিত্যের বিশেষ অনুরাগী । ইতোমধ্যে বাংলা ভাষায় রচিত তাঁর ‘দ্য গোল্ডেন বুক অব টেগর ও রবীন্দ্রনাথ’, ‘রবীন্দ্র অভিজ্ঞা’, ‘রবীন্দ্র সঙ্গীতের মর্মকথা’’, ‘শেকসপীয়রের নাট্যজগৎ’ ইত্যাদি গ্রন্থ সাহিত্যাঙ্গনের বিজ্ঞ মহলে বিশেষ মর্যাদা লাভ করেছে । প্রকাশের অপেক্ষায় আছে হামিদ মোল্লা রচিত বিশ্বের অন্যতম খ্যাতিমান ছোট গল্পকার “কাউন্ট লিও টলস্টয় গল্পগ্রন্থ”, “ইংরেজী কাব্যের ত্রি-জামানা” শীর্ষক অন্যান্য গ্রন্থাবলী ।

হামিদ মোল্লা এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed