Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Timirboron Vottacharjo books

follower

তিমিরবরণ ভট্টাচার্য

তিমিরবরণ ভট্টাচার্যের জন্ম ১৯০৪ সালে, কলকাতায়। পিতা সংগীতবিশারদ জ্ঞানেন্দ্রনাথ ভট্টাচার্য। প্রখ্যাত সরোদশিল্পী ও ভারতীয় বৃন্দবাদনের অন্যতম পথিকৃৎ। বাল্যে রাজেন চ্যাটার্জির কাছে ক্লারিয়নেট শেখেন। পরে সরোদ শেখেন আমির খাঁ এবং আলাউদ্দিন খাঁ-র কাছে। ১৯৩০-এ উদয়শঙ্কর নৃত্যসম্প্রদায়ে। সংগীত-পরিচালক হিসাবে যোগ দিয়ে দলের সঙ্গে জার্মানি, জাপান, কানাডা ও ইউরোপ ভ্রমণ করেন। ১৯৩৪-এ বিখ্যাত চিত্র-প্রতিষ্ঠান নিউ থিয়েটার্সে যোগ দেন। কিছুদিন মধু বসু ও নৃত্যশিল্পী সাধনা বসুর নাট্যসংস্থা ক্যালকাটা আর্ট প্লেয়ার্স’-এর সঙ্গে যুক্ত ছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। ১৯৪২-এ বেতারে যন্ত্রসংগীতের মাধ্যমে তিনি রবীন্দ্রনাথের ‘ক্ষুধিত পাষাণ’ পরিবেশন করেন। ঐক্যতান সৃষ্টির ক্ষেত্রে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। মঞ্চ ও ছায়াচিত্রের সংগীত-পরিচালক হয়ে তিনি বম্বে ও পাকিস্তান গিয়েছেন। ষাটের দশকে রবীন্দ্রভারতীর সংগীতবিভাগে যোগ দেন। তাঁর শেষ কর্মক্ষেত্র ছিল ‘স্টার থিয়েটার’। ১৯৫০-এ সংগীত নাটক আকাদেমি পুরস্কার পান। এ ছাড়াও বিশ্বভারতীর ‘দেশিকোত্তম’ও রাজ্য সরকারের ‘আলাউদ্দিন পুরস্কারসহ তিনি দেশবিদেশের বহু পুরস্কার পেয়েছেন। প্রয়াণ: ২৯ মার্চ, ১৯৮৭।

তিমিরবরণ ভট্টাচার্য এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed