প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
নাজমুন নেসা পিয়ারি
একাত্তরের মুক্তিযুদ্ধ আলােড়িত করেছিল বিশ্বের নানা স্থানে ছড়িয়েছিটিয়ে থাকা মানুষকে, দূর দেশে বসবাসরত বাঙালিদের অন্যতর জীবনেও এই ঢেউ আছড়ে পড়েছিল, নানা প্রতিকূলতার মধ্যেও তাঁরা সচেষ্ট হয়েছেন সময়ের ডাকে সাড়া দিতে, মুক্তিসংগ্রামের পক্ষে যথাসাধ্য ভূমিকা পালনে। বিশ শতকের সত্তরের দশকের সেই সূচনাকালে প্রবাসী বাঙালিরা সংখ্যায় খুব বেশি ছিলেন না, কিন্তু তাদের ভূমিকা কতভাবেই ফলপ্রসূ হয়েছিল স্বাধীনতা সংগ্রামে। এই কীর্তিগাথা নিয়ে বিভিন্ন গ্রন্থ রচিত হলেও সেসব মূলত যৌথ নাগরিক উদ্যোগের বিবরণী তুলে ধরেছে, ব্যক্তি-মানুষের পরিচয় সেখানে বিশেষ মেলে না। এই গ্রন্থে বিবৃত হয়েছে এমনি দুই ব্যক্তির ভিন্নতর ভূমিকার কথা, একজন সুনীল দাশগুপ্ত, দেশভাগের পূর্বেই যিনি দেশত্যাগ করে উদ্বাস্তু জীবন বরণ করেছিলেন, পরে স্থিত হয়েছিলেন তঙ্কালীন পূর্ব জার্মানিতে, আরেকজন মােশাররফ হােসেন, পাকিস্তান সরকারের বৃত্তি নিয়ে গিয়েছিলেন পশ্চিম জার্মানিতে। একাত্তরে তাদের ভূমিকার ব্যক্তিগত অন্তরঙ্গ চিত্র এঁকেছেন। নাজমুন নেসা পিয়ারি, জার্মানিতে সম্প্রচারমাধ্যমে দীর্ঘকাল কাজ করে কৃতির স্বাক্ষর যিনি রেখেছেন। রাষ্ট্র ও ভৌগােলিক বিভাজন ও দূরত্ব অতিক্রম করে মানবসত্তার যে অসীম আকাশে সর্বজনের মিলন ঘটে সেই তাড়না একেবারে বাস্তব কর্মকাণ্ডে মূর্ত হয়ে উঠেছিল তার পরিচয় মিলবে এই গ্রন্থে, স্বাধীনতা সংগ্রামের অভিঘাত ও প্রতিরােধের একেবারে আলাদা এক ছবি, যা পাঠকের সামনে মেলে ধরবে মুক্তিযুদ্ধের বহুমাত্রিকতার অন্তরঙ্গ ও অন্যতর হৃদয়ছোঁয়া ভাষ্য।