প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আবদুল হাকিম
কবি আবদুল হাকিম আনুমানিক ১৬০০ থেকে ১৬৭০ খ্রিস্টাব্দের মধ্যে বর্তমান ছিলেন। তিনি বর্তমান নোয়াখালী জেলার 'বাবুপুর' নিবাসী ছিলেন। বাবুপুর সেকালে একটি সমৃদ্ধ পরগণা বলে পরিচিত ছিল। আব্দুল করিম সাহিত্য বিশারদ ও ড. এনামুল হক কবি আব্দুল হাকিমকে সন্দ্বীপের সুধারামের অধিবাসী বলে তাদের মত ব্যক্ত করেছেন। কবির পিতার নাম শাহ রাজ্জাক এবং পীরের নাম মোহাম্মদ শাহাবুদ্দীন। কবি তাঁর কাব্যের প্রায় সব ভণিতায় পিতা অথবা পীরের নাম উল্লেখ করে নানা বিশেষণে তাঁদের ভূষিত করেছেন। কবির পিতা ছিলেন- 'জ্ঞানেতে প্রচণ্ড', 'অতি ধীর স্থির গুণধাম', 'সর্বশাস্ত্রে বিশারদ', এবং শাস্ত্র জ্ঞানে বৃহস্পতি'। পীর শাহাবুদ্দীন ছিলেন- 'কৃপার সাগর', 'গুণে অনুপম', 'জ্ঞানে প্রদীপ তুল্য' এবং 'সহস্র তপস্বী জিনি আমলেতে মন'। কবির জীবন-সাধনা ও ধর্ম-সাধনায় এ দু'জনের প্রভাব বিশেষভাবে সক্রিয় ছিল। এ প্রভাবের ফলেই কবি অন্য ব্যক্তিত্বের অধিকারী হন। 'নূরনামা' কাব্যটি সতের শতকের ষষ্ঠ দশকে রচিত হয়েছিল বলে অনুমান করা যায়।