প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
সজীব সরকার
সজীব সরকার বর্তমানে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি-এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারপারসন। এর আগে পড়িয়েছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ-এ। সাংবাদিকতা করেছেন দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক সমকালসহ আরো অনেক গণমাধ্যমে। শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিক প্রশিক্ষণ এবং গবেষণার সঙ্গে যুক্ত। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ ও জেলা স্কুল থেকে এইচএসসি ও এসএসসি। তাঁর লেখা অন্যান্য বই : এককভাবে : ১. নারী : অধিকার ক্ষমতায়ন ও বাস্তবতা (শ্রাবণ, ২০১৯) ২. সাংবাদিকতা : সহজ পাঠ (শ্রাবণ, ২০১৯) ৩. সংবাদ লেখা ও সম্পাদনা (গতিধারা, ২০১২) ৪. News Reporting, Writing and Editing (Gatidhara, 2012) যৌথভাবে : ১. হিজড়া শব্দকোষ (সময়, ২০১৯) ২. শিশু সাংবাদিকতার নীতিমালা (বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস, ২০১৬) ৩. জেন্ডার সংবেদনশীলতা ও প্রজননস্বাস্থ্য (বাংলাদেশ নারী প্রগতি সংঘ, ২০১৩) দেশ ও দেশের বাইরে থেকে প্রকাশিত বিভিন্ন অ্যাকাডেমিক জার্নালে ৩০টির বেশি গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন। দেশ-বিদেশের পত্র-পত্রিকায় নিয়মিত প্রবন্ধ-নিবন্ধ-সংবাদ বিশ্লেষণ লিখছেন। গণমাধ্যম সাক্ষরতা (মিডিয়া লিটারেসি) প্রসারে প্রতিষ্ঠা করেছেন মিডিয়াস্কুল (mediaschool.xyz)।