প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
গাজী মো: আবু সাঈদ
১৯৫৯ সালের ২২ ফেব্রুয়ারি বর্তমান মুন্সীগঞ্জ জেলার বকুলতলা গ্রামে লেখক গাজী মােঃ আবু সাঈদের জন্ম। পিতা আক্ৰম আলী গাজী এবং মাতা আমেনা খাতুন-উভয়েই ছিলেন অত্যন্ত ধার্মিক। ছাত্র হিসেবে তিনি বেশ মেধাবী ছিলেন এবং তখন থেকেই লেখালেখির শুরু। জীবনের প্রথম অধ্যায়টা কাটে গ্রামে। নিজের গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে শুরু হয় কর্ম-জীবন। ১৯৮১ সালে শহুরে কন্যা এফ.এস. রওনক জাহানকে বিয়ে করার পর কর্ম-জীবন পাল্টে যায় তার। চাকরি নেন ঢাকায় নামকরা একটি দেশীয় শিল্পগােষ্ঠীতে। প্রাইভেট কোম্পানিতে চাকরি করে লেখালেখি চালিয়ে যাওয়া সহজ ব্যাপার নয়! তারপরও সেই অসাধ্য সাধন করে গেছেন তিনি। ১৯৯২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম গ্রন্থ ‘কিছু কবিতা কিছু গান। লেখাগুলাে স্কুল-জীবনের রচনা হলেও পাঠকমহলে বেশ সমাদৃত হয়েছিল। ১৯৯৩ সালে বাংলার কিংবদন্তি গােয়েন্দা লেখক স্বনামধন্য কাজী আনােয়ার হােসেন কর্তৃক প্রতিষ্ঠিত প্রজাপতি প্রকাশন থেকে বের হয় লেখকের প্রথম উপন্যাস ‘বকুলতলার ইতিকথা'। এই বইয়ের পাণ্ডুলিপি পাঠ করে কাজীদা যে মন্তব্য করেছিলেন, তার প্রথম লাইনটা ছিল‘চমৎকারভাবে গল্প এগিয়ে নিয়েছেন লেখক।