প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আবু হেনা মোস্তফা কামাল
আবু হেনা মােস্তফা কামাল পিতা- আব্দুর রহমান (তিনি শিক্ষক ছিলেন) মাতা- হাসিনা রহমান (গৃহিনী ছিলেন) শিক্ষা- নজিপুর হাইস্কুল, রাজশাহী কলেজ এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছেন। স্ত্রী- জাহানারা বেগম(শিক্ষিকা) সন্তান- দুই কন্যা সন্তান ১ম রেহনুমা শারমিন উর্মি- বেতার শিল্পী ও শিক্ষিকা ২য় তানজিলা জিনাত তিস্তা- সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী। জনাব আবু হেনা মােস্তফা কামাল স্কুল জীবন। থেকে সঙ্গীত, নাটক ও সাহিত্য কর্ম শুরু করেন। তার জন্মস্থান নওগাঁ জেলার পত্নীতলাতে। কর্মজীবনে তিনি সােনালী ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত উদয়ন সাহিত্য সাংস্কৃতিক গােষ্ঠী, পত্নীতলা এর জন্মলগ্ন থেকে তিনি এর সাথে যুক্ত থেকেছেন। এই প্রতিষ্ঠান থেকে নিয়মিত সাহিত্য সংকলন ‘কথারা প্রকাশ পেতাে। এই গােষ্ঠীর সাথে আরাে যুক্ত ছিলেন। অধ্যাপক আবুল হায়াত ইসমাইল, কবি আহম্মদ হােসেন বাবু, সৈয়দ মােজাম্মেল হক এবং মেসবাউল হক মেসবা প্রমুখ। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা চারটি।